শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস
অবশেষে স্বস্তি। চরম দাবদাহের পর স্বস্তির বৃষ্টিতে ভিজল গোটা বাংলা। তবে শুধু বৃষ্টি নয় প্রবল ঝড়ের মুখে পড়তে হয়েছে গোটা বাংলাকে। কলকাতা এবং বর্ধমান ঝড়ে আপাতত ওলট পালট অবস্থা। সর্বভারতীয় সংবাদ মাধ্যম অনুযায়ী আপাতত শনিবার পর্যন্ত চলবে ঝড় বৃষ্টির দাপট। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রপাত। হতে পারে কালবৈশাখী। দক্ষিনবঙ্গে শিলাবৃষ্টি এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
লাল কাঁঠালঃ বানিজ্যিক চাষের নয়া দিশা
কর্ণাটকের তুমকুর জেলায় পাওয়া যায় লাল কাঁঠাল। এটি একটি বিরল জাতের কাঁঠাল। বানিজ্যিক চাষের ক্ষেত্রে এটি বেশ লাভদায়ক। এর এক একটি গাছ ৪৫০ টি ফল বহন করতে পারে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হর্টিকালচারাল রিসার্চ পরমেশার সাথে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর করেছে যার অধীনে বিজ্ঞানীরা গ্রাফটিং এর মাধ্যমে কাঁঠালের জাতের সংখ্যা বৃদ্ধি করার পরিকল্পনা করছেন।
আরও পড়ুনঃ কেন মাশরুম চাষ লাভজক ? জানুন কয়েকটি গুরুত্বপূর্ন কারন
আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস
আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে দেশ। দেশের অর্থনীতির উন্নতির দিকে অন্যতম অবদান রাখছে বন্দে ভারত এক্সপ্রেস। তাই আরও একটি বন্দে ভারত চালুর ঘোষণা করল ভারতীয় রেল। এবার এই ট্রেন চলবে আধ্যাত্মিকতার আশ্রয়স্থলে। শীঘ্রই আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে দেবভূমি উত্তরাখণ্ডে।
আরও পড়ুনঃ স্মার্ট সিটি বাস্তবায়নে গুরুত্বপূর্ন পদক্ষেপ কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রীর
সিডনিতে এক উষ্ণ অভ্যর্থনা জানানো হল মোদীকে
সিডনিতে এক উষ্ণ অভ্যর্থনা জানানো হল মোদীকে। প্রধানমন্ত্রীকে দ্য বস বলে স্বাগত জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। মঙ্গলবার সিডনিতে অস্ট্রেলিয়ায় বসবাসকারি ভারতীয়দের সামনে মোদীর এমন আগমন এবং তাঁর সম্বন্ধে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর মন্ত্যব্য আপ্লুত করে সকলকে।
দুই হাতির হুংকারের রোমহর্ষক ভিডিও
সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই বিভিন্ন জীব জন্তুর ভিডিও পোস্ট করেন বন অফিসার সুশান্ত নন্দা। সম্প্রতি এমনই এক রোম হর্ষক ভিডিও পোস্ট করলেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে দুই হাতির দুরধ্যস্য লড়ায়। তাঁদের হুংকার যেন গোটা জঙ্গলে প্রতিফলিত হচ্ছে। হাতির এমন রূপ দেখে ভয়ে জড়সড় গোটা নেট দুনিয়া।
Share your comments