রবিবার সূর্যগ্রহণ (Solar Eclipse 2020), কোন কোন প্রান্ত থেকে দেখা যাবে জেনে নিন

রিং অব ফায়ার, আগামিকাল সূর্যগ্রহণের (Solar Eclipse 2020) সাক্ষী থাকবে বিশ্ববাসী৷ কোথায়, কখন দেখা যাবে এটি চলুন জেনে নেওয়া যাক৷

KJ Staff
KJ Staff
Solar Eclipse

বলয়গ্রাস সূর্যগ্রহণ (Solar Eclipse 2020), আগামিকাল রবিবার দেখা যাবে এটি৷ বিশ্ববাসী দেখতে পাবেন এই রিং অব ফায়ার৷ দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় পরিলক্ষিত হবে এই গ্রহণ৷ বিভিন্ন স্থান থেকে জনসাধারণ এই গ্রহণ দেখতে পাওয়া গেলেও, এই দৃশ্য থেকে বঞ্চিতও হবেন অনেকে৷

জানা গিয়েছে, রবিবার সকাল ৯.১৫ মিনিট নাগাদ আংশিক গ্রহণ (Surya Grahan) শুরু হবে এবং শেষ হবে ৩.০৪ মিনিট নাগাদ৷ যার পূর্ণদশা শুরু হবে ১০.১৭ মিনিট নাগাদ৷ কলকাতায় সকাল আংশিক দশার সময়কাল সকাল ১০.৪৬ মিনিট৷ দুপুর ১২.১০ মিনিট নাগাদ সবথেকে ভালো দেখা যাবে এটি৷ তবে আকাশ মেঘলা থাকার সম্ভাবনাও রয়েছে, তাই এই সূর্যগ্রহণের (Solar Eclipse 2020) সাক্ষী কতটা থাকতে পারবে সকলে সেই নিয়ে সংশয় রয়েছেই৷

Solar Eclipse 2020

ভারতের কোথায় কোথায় দেখা যাবে এটি?

এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামের ডিরেক্টর দেবিপ্রসাদ দুয়ারি-র বক্তব্য অনুযায়ী, রাজস্থানের সুরাটগড় এবং অনুপগড়, হরিয়ানার সিরসা, রাতিয়া, কুরুক্ষেত্র, এবং উত্তরাখণ্ডের দেরাদুন, চাম্বা, চামোলি এবং জোশিমঠ থেকে এটি সবথেকে ভালো দেখা যাবে তবে সেই সময়টুকু হবে এক মিনিট৷

জানা গিয়েছে, নাসার তথ্য বলছে চাঁদ ৯৯.৪ শতাংশ ব্লক করবে সূর্যকে এবং উত্তর ভারত থেকে সবথেকে ভালো পরিলক্ষিত হবে এই সূর্যগ্রহণ (Surya Grahan). আরও জানা যাচ্ছে, ২০২০ সালে আরও তিনটি গ্রহণ দেখতে পাবে সকলে৷ জুলাই এবং নভেম্বরে চন্দ্রগ্রহণ এবং ডিসেম্বরে সূর্যগ্রহণ৷

এই সূর্যগ্রহণ (Solar Eclipse 2020) বিভিন্ন ধরণের হতে পারে, পূর্ণ, আংশিক, বার্ষিক৷ রবিবারের এই গ্রহণ দেখা যাবে মধ্য আফ্রিকা, কঙ্গো, ইথিওপিয়া, দক্ষিণ পাকিস্তান, উত্তর ভারত এবং চিনের বিভিন্ন প্রান্ত থেকে৷ উত্তর এবং পূর্ব আফ্রিকা, দক্ষিণ-পূর্ব ইওরোপ, এশিয়ার বেশিরভাগ স্থান এবং উত্তর অস্ট্রেলিয়া থেকে আংশিক গ্রহণ পরিলক্ষিত হবে৷

কীভাবে দেখবেন সূর্যগ্রহণ (Solar Eclipse 2020)- বিশেষজ্ঞদের মতে, খালি চোখে সরাসরি এই সূর্যগ্রহণ দেখা উচিত হবে না৷ এই গ্রহণ দেখতে বক্স প্রোজেক্টর বা বাইনোকুলার বা টেলিস্কোপ প্রয়োজন৷ আগামী ১৪ ডিসেম্বর আরও একটি সূর্যগ্রহণের সাক্ষী থাকবে দেশবাসী৷ চলতি বছরে মোট ৬টি গ্রহণের কথা জানা যাচ্ছে৷

 

বর্ষা চ্যাটার্জি

Published On: 20 June 2020, 08:34 PM English Summary: Here is the details of Solar Eclipse 2020

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters