কৃষিজাগরণ ডেস্কঃ সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এবারের বাজেটে মধ্যবিত্তের প্রত্যাশা কিছুটা হলেও মেটাল কেন্দ্র। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেটে মধ্যবিত্তকে দিলেন বড় উপহার। আয়কর ছাড়ের সীমা ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭ লক্ষ টাকা করা হচ্ছে। পাশাপাশি, কারও বছরে ৯ লক্ষ টাকা পর্যন্ত আয় হলে ৪৫ হাজার টাকা আয়কর দিতে হবে। যা আগের তুলনায় ২৫ শতাংশ কম।
বাজেটে পেশের সময়ে অর্থমন্ত্রী বলেন, নতুন কর কাঠামোতে বার্ষিক ৭ লাখ টাকা আয় পর্যন্ত কোনও কর দিতে হবে না সরকারকে।
আরও পড়ুনঃ বাজেটে কৃষকদের জন্য বড় উপহার, বাড়বে কৃষি স্টার্টআপ
কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার ৬৬ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে। আগামী তিন বছরের সরকার ৭৪০ টি একলাব্য মডেল স্কুলের জন্য ৩৮,৮০০ জন শিক্ষক এবং সহায়ক কর্মী নিয়োগ করবে। এছাড়াও দেশে ৫০টি নতুন বিমানবন্দর নির্মাণ করা হবে। অর্থমন্ত্রী আরো বলেছেন, মেডিকেল রিসার্চে জোর দেওয়া হবে এবং তৈরি করা হবে ১৫৭ টি নতুন নার্সিং কলেজ। এছাড়াও জেলায় জেলায় ডিজিটাল লাইব্রেরী তৈরি করা হবে। দেশে পর্যটন শিল্পের বড় সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেই কারণে পর্যটন ক্ষেত্রে বড় বিনিয়োগ করতে পারে ভারত সরকার।
আগামী বছর লোকসভা ভোট। তার আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটকে মোদী সরকার জনমোহিনী করে তুলবে বলে মনে করছিলেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। কর কাঠামোয় বদলের আভাসও মিলছিল। করদাতারা আয়কর প্রদানের ক্ষেত্রে দুটি রেজিমের মধ্যে একটিকে বেছে নেওয়ার সুযোগ পেতেন। ২০২০ সালের বাজেটে নতুন রেজিমের ঘোষণা করেছিলেন নির্মলা সীতারামন।
আরও পড়ুনঃ ভারত ‘স্টার্টআপের’ দেশ হিসেবে আবির্ভূত হচ্ছে:জি কিষাণ রেড্ডি
কত আয়ে কত আয়কর ?
০ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত বছরে আয় করলে কোনও কর দিতে হবে না।
৩ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক আয় হলে কর দিতে হবে ৫ শতাংশ।
বাৎসরিক আয় ৬ লক্ষ টাকা থেকে ৯ লক্ষ টাকা হলে কর দিতে হবে ১০ শতাংশ।
বাৎসরিক আয় ৯ লক্ষ থেকে ১২ লক্ষ টাকার মধ্যে হলে কর দিতে হবে ১৫ শতাংশ হারে।
১২ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত কর দিতে হবে ২০ শতাংশ।
বছরে আয় যদি ১৫ লক্ষ টাকার বেশি হয় তা হলে ৩০ শতাংশ হারে দিতে হবে কর।
Share your comments