ফুটবলের সঙ্গে বাঙালীর ভালোবাসা আজকের না। বলা চলে বাঙালির জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ফুটবল। বিশ্বকাপ (FIFA World Cup 2022) দখলের লড়াইয়ের মাঠে জোড় টক্কর চলছে আর্জেন্টিনার সঙ্গে ফ্রান্সের। ফুটবলের ময়দানে কেউ একে অপরকে এক ইঞ্চিও জায়গা ছাড়তে রাজি নয়। বলা চলে ফুটবল জ্বরে আক্রান্ত কোলকাতা সহ একাধিক বাংলা। শীতের মরশুমে রাজ্য জুড়ে পারদ পতন হলেও ফুটবলে উত্তেজনার পারদ কিন্তু একেবারেই তুঙ্গে। এই ফুটবল বিশ্বকাপের আঁচ লেগেছে হাওড়ার একটি মিষ্টির দোকানে।
সম্প্রতি হাওড়ার মন্দিরতলা সংলগ্ন এলাকায় একটি মিষ্টির দোকানে ফুটবল বিশ্বকাপের আঁচ লেগেছে। গন্ধেশ্বরী সুইটস এমনিতেই নাম করা। কারন মোহনবাগানের বহু প্রাক্তন তারকা ফুটবলার এই দোকানে মিষ্টি খেয়েছেন। এবং এই দোকান থেকেই বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও পৌঁছেছে মিষ্টি। এবার এই দোকানে চলে এল মেসি। ফুটবল তারকা মেসি মিষ্টি খেতে আসেনি বা তাঁকে এখান থেকে মিষ্টিও পাঠানোও হয়নি। আসল ব্যাপার হল আর্জেন্টিনার ফুটবলের প্রতি ভালোবাসায় গন্ধেশ্বরী সুইটসের মালিক ১৭ কেজি ক্ষীর দিয়ে মেসির প্রতিকৃতি তৈরি করেছেন। যা দেখে চমকে গিয়েছে ফুটবল প্রেমীরা।
আরও পড়ুনঃ শীতে নষ্ট হচ্ছে পেয়ারা,ব্যাপক ক্ষতির সম্মুখীন কৃষকরা
ফুটবলকে ছোট থেকেই ভালোবেসে এসেছেন গন্ধেশ্বরী সুইটসের মালিক। তিনি বরাবরই মোহনবাগানের পাশাপাশি আর্জেন্টিনা কেউ মন থেকে সাপোর্ট করেন। তাই তিনি মেসির ক্ষীরের মূর্তির পাশাপাশি বানিয়ে ফেলেছে নীল-সাদা রসগোল্লা। নীল-সাদা রসগোল্লা অবশ্য মন কেড়েছে অনেকের। এছাড়াও মিষ্টির দোকান সাজানো হয়েছে আর্জেন্টিনার পতাকা দিয়ে। ফুটবল প্রেমী মানুষেরা, বিশেষত আর্জেন্টিনার ফ্যানরা দোকানে ভিড় জমাচ্ছেন মিষ্টি কেনার জন্য। বাংলার মানুষ ফুটবল এবং ফুটবল তারকা লিওনেল মেসির প্রতি কতটা অনুরাগী, তার প্রমান আরও একবার পাওয়া গেলো।
Share your comments