Howrah Zila Parishad Recruitment: জেলা পরিষদে গ্রূপ-ডি কর্মী নিয়োগ, দেখুন আবেদন পদ্ধতি

মাধ্যমিক/ অষ্টম শ্রেণী পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় রাজ্যের সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রার্থী নিয়োগ করা হবে হাওড়া জেলার অন্তর্গত চাইল্ড প্রটেকশন ইউনিটে।

রায়না ঘোষ
রায়না ঘোষ
Howrah zill parishad recruitment
Howrah zila parishad recruitment (image credit- Google)

মাধ্যমিক/ অষ্টম শ্রেণী পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় রাজ্যের সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রার্থী নিয়োগ করা হবে হাওড়া জেলার অন্তর্গত চাইল্ড প্রটেকশন ইউনিটে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।এই নিবন্ধে পদের নাম, আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো,

পদের নাম:

ম্যানেজার/ কো-অর্ডিনেটর।

শূন্যপদ:

১ টি। (শুধুমাত্র মহিলা)

বয়স:

০১/০৭/২০২১ তারিখে প্রার্থীর বয়স ২৩ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:

ভারত সরকার অনুমোদিত যেকোন প্রতিষ্ঠান থেকে সাইকোলজি/ সোশ্যাল ওয়ার্ক নিয়ে স্নাতকোত্তর সঙ্গে কম্পিউটারে ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। চাইল্ড ওয়েলফেয়ার এবং কাউন্সিলিং এ অন্ততপক্ষে এক বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন:

প্রতিমাসে ১৯,২৫০ টাকা।

আরও পড়ুন - Group-C recruitment: মিড- ডে- মিল প্রকল্পে গ্রূপ-সি কর্মী নিয়োগ, দেখুন বিস্তারিত তথ্য

পদের নাম:

সোশ্যাল ওয়ার্কার কাম আর্লি চাইল্ডহুড এডুকেটর।

শূন্যপদ:

১ টি। (শুধুমাত্র মহিলা)

বয়স:

০১/০৭/২০২১ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:

সোশ্যাল ওয়ার্ক/ সাইকোলজিতে স্নাতক। সাইকোলজি/ সোশ্যাল ওয়ার্ক নিয়ে স্নাতকোত্তর সঙ্গে ইংলিশ ভাষায় যথেষ্ট জ্ঞান এবং বেসিক কম্পিউটার উপর জ্ঞান থাকলে অগ্রাধিকার পাবেন।

বেতন:

প্রতিমাসে ১৫,৪৪০ টাকা।

পদের নাম:

নার্স (শুধুমাত্র মহিলা)।

শূন্যপদ:

১ টি।

বয়স:

০১/০৭/২০২১ তারিখে প্রার্থীর বয়স ২৩ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:

মাধ্যমিক পাস এবং জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট কোর্স অথবা হোম হেলথ এইড কোর্স করে থাকতে হবে। GNM কোর্স অথবা নার্সিং এ ডিপ্লোমা করে থাকতে হবে এবং নার্স সম্পর্কিত যেকোন ফিল্ডে অন্ততপক্ষে দু’বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন:

প্রতিমাসে ১২,০০০ টাকা।

পদের নাম:

আয়া (শুধুমাত্র মহিলা)।

শূন্যপদ:

১২ টি।

বয়স:

০১/০৭/২০২১ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৫০ এর মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:

অষ্টম পাস অথবা মাধ্যমিক পাস এবং এই সম্পর্কিত ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন:

প্রতিমাসে ১২,০০০ টাকা।

পদের নাম:

চৌকিদার (শুধুমাত্র পুরুষ)।

শূন্যপদ:

১ টি।

বয়স:

০১/০৭/২০২১ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:

অষ্টম পাস এবং এই সম্পর্কিত ফিল্ডে কাজের অভিজ্ঞতা।

বেতন:

প্রতি মাসে ১২,০০০ টাকা।

আবেদন পদ্ধতি:

অনলাইন/ অফলাইন/ বাই হ্যান্ড এর মাধ্যমে প্রার্থীর আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার ওয়েবসাইট হলো https://www.howrahzilaparishad.in/ | পাশাপাশি অফলাইনে আবেদন করার জন্য প্রয়োজনীয় আবেদনপত্রটি নীচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। এবং আবেদপত্র পাঠানোর ঠিকানা হলো- Office of the District Magistrate Howrah, Old Collectorate building, Social Welfare Section,1 No. Rishi Bankim Chandra RD, Howrah

আবেদন করার শেষ তারিখ:

১৩/০৯/২০২১ বিকেল ৫.৩০ পর্যন্ত।

অনলাইন লিংক:

http://www.howrahzilaparishad.in/examination/dswo/application_dswo.php

আরও পড়ুন -Indian railway recruitment: ভারতীয় রেলে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত, দেখুন বিস্তারিত তথ্য

Published On: 30 August 2021, 12:14 PM English Summary: Howrah Zila Parishad Recruitment: Recruitment of Group-D staff in District Council, see application procedure

Like this article?

Hey! I am রায়না ঘোষ . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters