মূলত বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ক্লার্ক পদে নিয়োগ করে থাকে IBPS | ক্লার্ক পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছে আইবিপিএস। নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। যে ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেটি হল- ibps.in । আবেদন করার শেষ তারিখ ১১ অগস্ট ২০২১। মূলত বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ক্লার্ক পদে নিয়োগ করে থাকে IBPS।
বয়স(Age):
আবেদনকারীদের বয়সসীমা ২০ বছর থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। আইবিপিএস-এর তরফে জানানো হয়েছে, যাঁরা আবেদন করবেন তাঁদের জন্ম ২ জুলাই ১৯৯৩-এর আগে হলে চলবে না। এবং ১ জুলাই ২০০১-এর পরে হলে চলবে না।
শিক্ষাগত যোগ্যতা(Educational qualification):
যাঁরা আবেদন করবেন তাঁদের স্নাতক স্তরের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকতে হবে। যাঁরা আবেদন করবেন তাঁদের অবশ্যই কম্পিউটার অপারেশন অথবা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা থাকা দরকার। পাশাপাশি হাইস্কুল অথবা কলেজে তথ্য প্রযুক্তি (IT) বিষয় থাকলেও চলবে।
আরও পড়ুন -UPSC Recruitment 2021: চলছে ৩৬৩ প্রিন্সিপাল পদে নিয়োগ, দেখুন আবেদন পদ্ধতি
পরীক্ষার দিন(Exam date):
আবেদনপত্র গ্রহণ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ১ অগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। ক্লার্ক পদের জন্য প্রিলিমস পরীক্ষা নেওয়া হবে ২৮ এবং ২৯ অগস্ট ২০২১। এবং ৪ সেপ্টেম্বর ২০২১। এবং মেন পরীক্ষা নেওয়া হবে ৩১ অক্টোবর ২০২১।
আবেদন ফি(Fees):
৮৫০ টাকা | তফসিলি জাতি/উপজাতি, প্রাক্তন সেনাকর্মীদের জন্য ১৭৫ টাকা |
পরীক্ষা কেন্দ্র(Exam center):
পশ্চিমবঙ্গের মধ্যে আসানসোল, কলকাতা, দুর্গাপুর, কল্যাণী, শিলিগুড়ি |
আবেদন পদ্ধতি(Application procedure):
প্রথমে IBPS এর নির্দিষ্ট সাইটে যেতে হবে। সাইটটি হল- https://ibps.in/
তারপর সেখান থেকে নিউ রেজিস্ট্রেশন সেকশনে ক্লিক করবেন। খুলে যাবে একটি নতুন উইন্ডো।
সেখানে ফোন নম্বর, মেল আইডি সহ বেশ কিছু ব্যক্তিগত তথ্য সাবমিট করতে হবে।
তার পর তৈরি হবে একটি রেজিস্ট্রেশন নম্বর। সেই নম্বরের ভিত্তিতে ফের লগ ইন করতে হবে এবং শূন্যপদের জন্য আবেদন করতে হবে।
আবেদনের শেষে আবেদনপত্রের একটি কপি প্রিন্ট করে নেবেন। পরবর্তীতে তা কোনও কারণে কাজে লাগতে পারে।
আরও পড়ুন - Fazil Mango: পশ্চিমবঙ্গ থেকে বাহরাইনে GI সার্টিফাইড ফাজিল আম রপ্তানি হচ্ছে
Share your comments