সফলতার সঙ্গে শেষ হল ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ এগ্রিকালচারাল জার্নালিস্ট (IFAJ) এর অত্যন্ত প্রত্যাশিত ইভেন্ট মাষ্টার ক্লাস। ২৪শে জুন থেকে ২৬শে জুন এই ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছিল কানাডার আলবার্টাতে।
এই সমাবেশটি স্পনসর করে কৃষি কোম্পানি কর্টেভা এগ্রিসায়েন্স এবং অলটেক। গোটা বিশ্ব থেকে ১৭ জন কৃষি সাংবাদিকদের একত্রিত করেছে এই ইভেন্ট। যারা বিশ্বের প্রতিটি কোনায় পৌঁছে দিচ্ছে কৃষি সংক্রান্ত বিভিন্ন খবর। বর্তমান সাংবাদিকতার যুগে এই ১৭টি নক্ষত্র বোঝে কৃষি সাংবাদিকতার প্রয়োজন কতটা এবং কৃষক সম্প্রদায়ের জন্য যে একটি প্ল্যাটফর্ম দরকার সেটিরও গুরুত্ব বুঝেছে এই তরুন সাংবাদিকরা। মাস্টার ক্লাস তাঁদের প্রতিশ্রুতি এবং অবদানকে সম্মান করার জন্যই তাঁদের উদ্দেশ্যে এই ইভেন্ট উপহার দিয়েছে।
মাস্টার ক্লাস ইভেন্টের মূল উদ্দেশ্য হল কৃষি সাংবাদিকতায় বর্তমান প্রজন্মের মনে আগ্রহ তৈরি করা। পাশাপাশি বিশ্ব দরবারে তাঁদের কৃষি বিষয়ে চিন্তাধারা তুলে ধরার জন্য একটি প্ল্যাটফর্ম দেওয়া। আইএফএজে-এর সাধারণ সম্পাদক অ্যাডি রসি বলেন, “"বছরের পর বছর আইএফএজে কর্টেভা-এর সাথে একত্রে প্রোগ্রামটিকে প্রচার করে যাতে সারা বিশ্বের সহকর্মীরা এর সুবিধা নিতে পারে।"
আরও পড়ুনঃ IFAJ 2023: তরুন কৃষি সাংবাদিকদের নিয়ে বিশেষ অনুষ্ঠান কানাডায়
কর্টেভা এগ্রিসায়েন্স গত ১৩ বছর ধরে IFAJ এর এই প্রচেষ্টাকে সমর্থন করে আসছে। পাশাপাশি বিশ্বব্যাপী কৃষি সাংবাদিকতাকে উন্নত করার জন্য মাস্টার ক্লাস প্রোগ্রামের গুরুত্বকে উপলব্ধ করেছে। কর্টেভার কমিউনিকেশনস অ্যান্ড মিডিয়া রিলেশনস টিমের লরিসা ক্যাপ্রিওটি বলেন, “IFAJ এর এই ইভেন্ট সারা বিশ্বের কৃষি চর্চার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করছে।“
আরও পড়ুনঃ লাভের নয়া দিশা দেখাচ্ছে লবঙ্গ চাষ
মাস্টার ক্লাসে নির্বাচিত ১৭ জন কৃষি সাংবাদিক এবার পরবর্তী ধাপের যাত্রা শুরু করবে। ২৭জুন থেকে ৩রা জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ওল্ডস, আলবার্টা, কানাডার IFAJ ওয়ার্ল্ড কংগ্রেস। এই অনুষ্ঠানে কৃষি সাংবাদিকদের এক বিশেষ সমাবেশ হবে। পাশাপাশি গোটা বিশ্বে কৃষির অবস্থা জানার এবং শেখার জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম উপহার দেবে।
আরও পড়ুনঃ আফিম পর্ব ১: বাঙালির প্রিয় খাবারের তালিকায় পোস্ত এল কিভাবে?
IFAJ এর মাস্টার ক্লাস অংশগ্রহণকারীরা
জর্জিয়া চিরোম্বো, মালাউই ইনস্টিটিউট অফ জার্নালিজম মালাউই
এমসি ডমিনিক, কৃষি জাগরণ, ভারত
উলান এশমাটভ, ফ্রিল্যান্স সাংবাদিক
মুস্তাফা কামারা, সলিদারিদাদ পশ্চিম আফ্রিকা, সিয়েরা লিওন
দিয়েগো মানস, বিচোস ডি ক্যাম্পো, আর্জেন্টিনা
শাহানুয়ারে শহীদ শাহিন, দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ
মারিয়ানা সিলভা, ব্রাজিল
সোফিয়া স্পিরু, গ্রীস
আলবার্তো রুইজ, আমেক্সমা মেক্সিকো
জোসেফ টাইটাস ইয়েকেরিয়ান, রেডিও গবার্ঙ্গা, লাইবেরিয়া
আরও পড়ুনঃ আফিম পর্ব ২- এই চাষে লাইসেন্স পাবেন কিভাবে? ভারত সরকার নিয়ন্ত্রণ করে কিভাবে?
Share your comments