দিল্লিতে ‘পহলে’ আপ, বিজেপির ১৫ বছরের ভাঙল রেকর্ড! পুরনিগম এখন কেজরির হাতে

চলছিল হাড্ডাহাড্ডি লড়ায়, অবশেষে জয়ের ইতিহাস রচনা করল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল( Delhi MCD Election Result)।

Rupali Das
Rupali Das
দিল্লিতে ‘পহলে’ আপ, বিজেপির ১৫ বছরের ভাঙল রেকর্ড! পুরনিগম এখন কেজরির হাতে

চলছিল হাড্ডাহাড্ডি লড়াই, অবশেষে জয়ের ইতিহাস রচনা করল মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল( Delhi MCD Election Result)। পুরনিগম দখল করল আম আদমি পার্টি। ভোটের প্রচারের সময় দিল্লির জঞ্জাল সাফাইয়ের ডাক দিয়েছিলেন কেজরিওয়াল। পুরনিগম নির্বাচনের ফলাফলে আম পার্টির ঝাড়ু রীতিমত পদ্ম শিবিরকে সাফ করে দিয়েছে এতে কোনও সন্দেহ নেই। আম আদমি পার্টি গড়ল ইতিহাস। দীর্ঘ ১৫ বছর পর MCD হাতছাড়া হল বিজেপির হাত থেকে। ঐতিহাসিক জয়ের পর দিল্লিবাসীদের ধন্যবাদ জানালেন অরবিন্দ কেজরিঅয়াল।

২৫০ টি ওয়ার্ডের মধ্যে ১২৭টিরও বেশি আসনে জিতেছে আম আদমি পার্টি। যেখানে পদ্ম শিবিরের হাতে ৯৭ টি ওয়ার্ড। এই ঐতিহাসিক জয়ের পর কার্যত উচ্ছসিত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জয়ের পর প্রধানমন্ত্রীর কাছে আশীর্বাদও চেয়েছেন তিনি। কেজরিওয়াল বলেন “এই জয়ের পর কেন্দ্রের কাছে আরও সহযোগিতা আশা করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আশীর্বাদ চাইছি। আজ দিল্লির মানুষ তার ছেলেকে দিল্লি পরিষ্কার এবং দুর্নীতির অবসানের দায়িত্ব দিয়েছে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এবং দিনরাত কাজ করব। আমাদের এমসিডিকে দুর্নীতিমুক্ত করতে হবে”।

প্রথমে আশেপাশেই ছিল বিজেপি কিন্তু বেলা গড়াতেই ঝড় উঠল আম আদমির ঝাড়ুতে। শেষমেশ ম্যাজিক ফিগারে বিজেপিকে পেছনে ফেলে এগিয়ে গেল আম পার্টি। তবে খুবই খারাপ ফল কংগ্রেসের। মাত্র ১০টি আসনে জয় লাভ করেছে দেশের সবচেয়ে প্রাচীন দল।

আরও পড়ুনঃ  PM Awas Yojana: পঞ্চায়েত ভোটের আগে মাষ্টারস্ট্রোক মোদীর, প্রধানমন্ত্রী আবাস যোজনার ৮ হাজার ২০০ কোটি টাকা পেল রাজ্য

বিশ্বের 'সবচেয়ে বড় এবং নেতিবাচক দল' পরাজিত হয়েছে: মনীশ সিসোদিয়া

উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এমসিডি নির্বাচনে AAP-এর জয়ের জন্য দিল্লিকে ধন্যবাদ জানিয়েছেন, বলেছেন "বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে নেতিবাচক" দল পরাজিত হয়েছে৷

দিল্লি এমসিডির প্রথম ট্রান্সজেন্ডার সদস্য

 সুলতানপুরী থেকে জয়ী ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের এএপি প্রার্থী ববি বলেন, "আমি আমার বিজয় সেই লোকদেরকে উৎসর্গ করতে চাই যারা আমার জন্য এত কঠোর পরিশ্রম করেছে। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এখন আমাকে শুধু আমার এলাকায় উন্নয়নের জন্য কাজ করতে হবে," বলেন ববি।  এই প্রথম এমসিডিতে হিজড়া সম্প্রদায় থেকে কাউন্সিলর হবে।

আরও পড়ুনঃ  Cyclone Mandous: উত্তাল সমুদ্র, 'মনদৌসের জন্য আগাম সতর্কতা জারি একাধিক রাজ্যে, বঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

বিজেপি দিল্লির জনগণের কাছ থেকে উপযুক্ত জবাব পেয়েছে: রাঘব চাড্ডা

বিজেপি দিল্লির মানুষের কাছ থেকে যোগ্য জবাব পেয়েছে। যে উন্নয়নে কাজ করবে তাকেই মানুষ ভোট দিয়েছে। বিজেপি অরবিন্দ কেজরিওয়ালের উপর যে 'কীচার' ছুঁড়ে মারার চেষ্টা করেছিল আজ দিল্লি তা মুছে দিয়েছে। আমরা দিল্লিকে বিশ্বের সবচেয়ে সুন্দর শহরে রূপান্তরিত করব: AAP সাংসদ রাঘব চাড্ডা

প্রসঙ্গত, এবার দেশবাসীর চোখ গুজরাট ও হিমাচলপ্রদেশ বিধানসভা ভোটে। এই দুই রাজ্য বিজেপির হাতে থাকবে কিনা এখন সেটিই দেখার বিষয়। উল্লেখ্য, বুথ ফেরত সমীক্ষা বলছে গুজরাত থাকবে মোদীর ঝুলিতেই তবে হিমাচল নিয়ে লড়ায় চলবে সমানে সমানে। পাশাপাশি এই দুই জায়গাতেই জেতার কোনওরকম সম্ভাবনা নেই কংগ্রেসের।  

 

Published On: 07 December 2022, 04:22 PM English Summary: In Delhi, 'Pahle' up, BJP's 15-year record is broken! Purnigam is now in Kejri's hands

Like this article?

Hey! I am Rupali Das. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters