কৃষিজাগরন ডেস্কঃ আর্থিক উন্নয়নে মাছ চাষ একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে।মাছ চাষ ও মৎস্য আহরনে নন্দীগ্রাম-১ ব্লক এক সাবলীল ভূমিকা নিচ্ছে। নন্দীগ্রাম এলাকার হলদি-হুগলি নদী মোহনা সহ মিষ্টি-ঈষদ নোনা জলের মৎস্য-কাঁকড়া-চিংড়ি চাষে উন্নতির সম্ভাবনা প্রবল। সেই বিষয়টিকে বিবেচনা করেই মৎস্য শিল্পে যুব উদ্যোক্তা তৈরিতে ৫ই এপ্রিল ২০২৩ নন্দীগ্রাম সীতানন্দ কলেজে "যুবকদের জন্য জলজ ও মৎস্য চাষে উদ্যোক্তা উন্নয়ন" বিষয়ক এক দিবসীয় প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়।
এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন সীতানন্দ কলেজের অধ্যক্ষ ডক্টর সামু মাহালি, নন্দীগ্রাম-১ ব্লক মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু সহ কলেজের অধ্যাপকরা ।এদিনের এই অভিনব কর্মশালায় কলেজের বিভিন্ন বিভাগের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নন্দীগ্রাম-১ ব্লক মৎস্যচাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু। মাছ চাষ করে যুবসমাজকে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, “এখানে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে। সেই সুযোগ কাজে লাগাতে হবে”।
আরও পড়ুনঃ নন্দীগ্রাম-১ ব্লক মৎস্য বিভাগের অভিনব উদ্যোগ –মৎস্যজীবিদের ডিজিটাল সংযুক্তি
মৎস্য কেন্দ্রীক উদ্যোগ, প্রকল্প ও সরকারি সহায়তা বিষয়ক তথ্যচিত্র সহ সামগ্রীক মৎস্যখাতের বিষয়ে সুদীর্ঘ আলোচনা করেন সুমন বাবু। তরুণ-তরুণীদের জন্য সামুদ্রিক, অভ্যন্তরীণ মৎস্য ও জলজ চাষে সম্ভাব্য ফিশারিজ এবং অ্যাকুয়াকালচার সিস্টেমের মাধ্যমে অ্যাকুয়াপ্রেনিউরশিপ উন্নয়ন সুযোজ ও সম্ভবনার দিকটি তুলে ধরেন। বিজ্ঞানে স্নাতক ছাত্রি ছাত্রিদের জন্য বিশেষ প্রকল্প “জলজ প্রাণীর রোগ নির্ণয়ের জন্য পরীক্ষাগার” , “জল-মাটি পরীক্ষাগার” তৈরির প্রকল্প বিষয়ে আলোচনা করেন। একি সাথে প্রক্লপ রূপায়নে আর্থিক সহায়তার জন্য মৎস্যজীবি ক্রেডিট কার্ড প্রকল্প বিষয়ে বলেন। মৎস্য খাতে এবং সংশ্লিষ্ট কর্মকাণ্ডে যে প্রত্যক্ষ ও পরোক্ষ লাভজনক কর্মসংস্থানের সুযোগের বিষয়ও আলোচিত হয়।
আরও পড়ুনঃ রোগ –বালাই –এর প্রতিকার সফল মাছ চাষের চাবিকাঠি
নন্দীগ্রাম সীতানন্দ কলেজ অধ্যক্ষ ডক্টর সামু মাহালি আশা প্রকাশ করে বলেন আজ এই মফস্বল প্রত্যন্ত গ্রাম থেকে আগত ছাত্র-ছাত্রীদের শরীরী ভাষা বুঝিয়ে দিচ্ছে যে তারা অনুপ্রাণিত হয়েছে।
কর্মশালার শেষে ছাত্র-ছাত্রীরাও উৎসাহের সঙ্গে বলেন, মৎস্য উদ্যোক্তা, প্রাইভেট ফার্ম ব্যবস্থা এবং বিভিন্ন তথ্য পেয়ে তারা উপকৃত।
Share your comments