IPL 2022: কামিন্স তাণ্ডবে কুপকাত বুমরারা! মুম্বই-জয় করে লিগ শীর্ষে কলকাতা

পর পর জয়ের ধ্বজা ওড়াচ্ছে নাইট বাহিনী। গতকালও বরাবরের শক্ত গাঁট মুম্বই ইন্ডিয়ান্সকে তুরি মেরে হারাল কলকাতা নাইট রাইডার্স। বহু পুরনো ক্ষোভের উত্তর দিল কলকাতা। যে জয়ে ব্যাট হাতে নেতৃত্ব দিলেন অজি পেসার প্যাট কামিন্স

Rupali Das
Rupali Das
প্যাট কামিন্স। ছবি: টুইটার

পর পর জয়ের ধ্বজা ওড়াচ্ছে নাইট বাহিনী। গতকালও বরাবরের শক্ত গাঁট মুম্বই ইন্ডিয়ান্সকে তুরি মেরে হারাল কলকাতা নাইট রাইডার্স। বহু পুরনো ক্ষোভের উত্তর দিল কলকাতা। যে জয়ে ব্যাট হাতে নেতৃত্ব দিলেন অজি পেসার প্যাট কামিন্স। প্রাক্তন নাইট অধিনায়ক ব্যাট হাতে পুনেতে তুললেন ঝড়। একটা সময় এই ম্যাচ জেতা নাইট বাহিনীর কাছে বেশ কঠিন হয়ে পড়ে কিন্তু মাঠে নেমে মাত্র ৩ ওভারে জয়ের ইতি টেনে খেল খতম করলেন প্যাট কামিন্স। IPL এর ১৫ তম ম্যাচে প্রথমবার মাঠে নেমেই নাইটদের হাতে গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট তুলে দিলেন তিনি। আর প্রথম ম্যাচেই সকলকে বুঝিয়ে দিলেন কামিন্স এবার রাজ করতে এসেছেন।

গতকাল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। এদিন খেলায় দুটি পরিবর্তন করে নাইট দল।  টিম সাউদির জায়গায় খেলেন প্যাট কামিন্স। শিবম মাভির জায়গায় আসেন রাশিখ সালাম। কামিন্স যখন মাঠে নামেন তখন ১০১ রানে ৫ উইকেট পড়ে গিয়েছে কেকেআরের। মাঠে তখন তাণ্ডব করছেন মুম্বই বোলাররা। এসেই খেলা কাকে বলে দেখালেন প্যাট কামিন্স। ১৪ বলে হাফসেঞ্চুরি কামিন্সের। ৪টি চার আর ৬টি ছক্কা দিয়ে খেল খতম অজি তারকার। ৪ ওভার বাকি থাকতে ৫ উইকেটেই জয়ের মুখ দেখল কলকাতা নাইট বাহিনী।

প্রসঙ্গত গতকালই এই সিরিজের প্রথম ম্যাচ ছিল কামিন্সের। পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়া জাতীয় দলের প্রতিনিধিত্ব করছিলেন তিনি। আর ফিরে এসে মাঠে নেমেই সকলকে হুঁশিয়ারি দিলেন অজি পেসার প্যাট কামিন্স। জয়ের শেষ  আন্দ্রে রাসেল এর সেই ভয়ঙ্কর নাচ। নাচ দেখে আপ্লুত খোদ কিং খান। সোশ্যাল মিডিয়ায় জয়ের একটি বিশেষ মুহূর্তের ছবি পোস্ট করে তিনি লেখেন “ কাশ আমিও আন্দ্রে রাসেলের মত নাচতে পারতাম।“

আরও পড়ুনঃ  করোনা নেই, তাই এবার আমাদের বিদায় নেওয়ার পালা

Published On: 07 April 2022, 12:07 PM English Summary: IPL 2022: Kolkata Knight Riders vs Mumbai Indians kolkata beat mumbai Indians

Like this article?

Hey! I am Rupali Das. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters