বন্দে ভারতের উদ্বোধনে ‘জয় শ্রীরাম’ স্লোগান, ‘পারলে বিল পাশ করিয়ে জয় শ্রীরাম স্লোগান নিষিদ্ধ করুন’, কটাক্ষ দিলীপের

বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানের সুর বাঁধা হয়েছিল কেন্দ্র ও রাজ্য সরকারের সৌহার্দ্যের আবহে। এহেন হাইপ্রোফাইল অনুষ্ঠানেও অবশ্য পিছু ছাড়ল না রাজনৈতিক বিতর্ক।

KJ Staff
KJ Staff
মমতা বন্দ্যোপাধ্যায়।

কৃষিজাগরন ডেস্কঃ বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানের সুর বাঁধা হয়েছিল কেন্দ্র ও রাজ্য সরকারের সৌহার্দ্যের আবহে। এহেন হাইপ্রোফাইল অনুষ্ঠানেও অবশ্য পিছু ছাড়ল না রাজনৈতিক বিতর্ক। কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ফের উঠল ‘জয় শ্রীরাম’ স্লোগান। বিজেপি নেতাদের এহেন অসৌজন্যের প্রতিবাদ জানিয়ে মঞ্চে ওঠেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে আবার তৃণমূল সুপ্রিমোকে বিঁধেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

‘বন্দে ভারত’-এর যাত্রা শুরুর আগেই হাওড়া স্টেশনে অতিথিদের জন্য তৈরি মঞ্চে বসে থাকা বিজেপি সাংসদ, বিধায়করা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে জোর গলায় ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলেন। শুরু হয় হইহট্টগোল। এই অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রীর কাছে হাত জোড় করে ক্ষমা চান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কিন্তু এই ঘটনার পর নীরব থাকলেও মঞ্চে উঠতে অস্বীকার করেন মমতা। রাজ্যপাল সিভি আনন্দ বোসের অনুরোধে শেষ পর্যন্ত মঞ্চের পাশে থাকা দর্শকাসনেই বসেই সংক্ষিপ্ত বক্তৃতা দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ স্বাস্থ্যসাথী কার্ড বিরাট পরিবর্তন, হাসপাতালগুলিকে চাপে রাখতে কড়া দাওয়াই নবান্নের

বিজেপি বিধায়ক, সংসদদের এই আচরণের তীব্র বিরোধিতা করেছেন তৃণমূল নেতৃত্ব। শনিবার সকালে নিউটনের ইকোপার্ক থেকে এবার জয় শ্রী রাম নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কটাক্ষ, ‘জয় শ্রীরাম নিয়ে যদি আপনার আপত্তি থাকে তাহলে আপনি বিল পাশ করিয়ে এটি নিষিদ্ধ করুন।’

দিলীপ ঘোষ আরও বলেন, ‘আমাদের দেশে বন্দে মাতরম বলতে আইনি বাধা নেই। জয় শ্রীরাম বলতেও বাধা নেই। উনি ক্ষেপে যাচ্ছেন কেন? আমাদের পিছনে তো রেগুলার জয় বাংলা বলছেন। আমরা কি ক্ষেপে যাই? যদি আপনার জয় শ্রীরাম শুনতে আপত্তি থাকে, বিধানসভায় বিল নিয়ে আসুন। রোজ তো কিছু না কিছু বিল আনেন। বিল এনে পাশ করিয়ে রাজ্যে জয় শ্রীরাম নিষিদ্ধ করে দিন। ইংরেজরা সার্কুলার জারি করে দেশে বন্দে মাতারম বলা বন্ধ করেছিল। তৃণমূল জয় শ্রীরাম ব্যান করে দিক। মানুষ বুঝে যাবে, এরা কারা?’

আরও পড়ুনঃ ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে ঋষভ পন্থ, হাসপাতালে ভর্তি ক্রিকেটার,সামনে এল সিসিটিভি ফুটেজ

শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে হাওড়া স্টেশনে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন কেউ বা কারা। ছুটে এসে পরিস্থিতি সামালানোর চেষ্টা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।  অনেক বোঝানোর পরও ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মঞ্চে ওঠেননি। মঞ্চের পাশে চেয়ারে বসে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। এর আগেও কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। ২০২১ সালের ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রীর সামনেই ভিক্টোরিয়া মেমোরিয়ালে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করার সময়ে দর্শকাসন থেকে ‘জয় শ্রীরাম’ স্লোগান ওঠে। মঞ্চে বলতে উঠে এর তীব্র প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী। বক্তৃতা না দিয়েই পোডিয়াম থেকে নেমে যান মুখ্যমন্ত্রী। 

Published On: 31 December 2022, 03:23 PM English Summary: 'Jai Shri Ram' slogan at India's inauguration in Bande, 'If possible pass bill ban Jai Shri Ram slogan', Dileep's sarcasm

Like this article?

Hey! I am KJ Staff . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters