ফসলের ফলন বৃদ্ধি, কৃষিতে উন্নতি প্রযুক্তির ব্যবহার এবং তার প্রভাব নিয়ে এক বিশেষ সচেতন শিবির অনুষ্ঠিত হল হাওড়া কৃষি বিজ্ঞান কেন্দ্রে। সিয়েট স্পেশালিটি টায়ার ও IFFCO MC ক্রপ সায়েন্স প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় জগৎবল্লভপুরে এই শিবির আয়োজন করে কৃষি জাগরন। বিভিন্ন ব্লকের প্রায় ৫০ জন কৃষক এই সচেতন শিবিরে যোগদান করেন।
এই শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন IFFCO MC ক্রপ সায়েন্স প্রাইভেট লিমিটেডের রিজিওনাল মার্কেটিং ম্যানেজার বিশ্বরূপ কাপড়ি। সুস্থায়ী চাষ পদ্ধতির প্রচলন ও পরিবেশ সুরক্ষার মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধি করতে ইফকো এম সি-র প্রয়োগ কিভাবে করতে হবে তা নিয়ে এই শিবিরে আলোচনা করা হয়। IFFCO MC’র লক্ষ্য হল ন্যায্য মূল্যে ভাল মানের ফসল সুরক্ষা পণ্য সরবরাহ করে কৃষকের আয় বৃদ্ধি করা। পাশাপাশি উন্নত প্রযুক্তির সঙ্গে কৃষকদের পরিচয় করিয়ে তাঁদের অনুকূল কাজের পরিবেশ প্রদান করা।
আরও পড়ুনঃ ১৭৮ কেজি রসুন! হঠাৎ করে এত দাম বৃদ্ধি কেন?
এই সচেতন শিবিরের মূল উদ্দেশ্য কৃষকদের কৃষকদের আর্থিক দিক দিয়ে যাতে স্বচ্ছলতা আসে সেই বিষয়ে বিভিন্ন চিন্তাধারা একে অপরের সঙ্গে আদান- প্রদান করা। পাশাপাশি প্রযুক্তির হাত ধরে কৃষি খাতে কতটা পরিবর্তন আসছে সেই নিয়ে কৃষকদের ওয়াকিবহাল করা। এছাড়াও ফসলের মধ্যে রাসায়নিক সারের প্রয়োগ কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়িয়ে কিভাবে ফসলের ফলন বৃদ্ধি করা যায় সেই নিয়ে আলোচনা।
আরও পড়ুনঃ এই দুই জাতের ফুলকপি সারা বছর চাষ করে আয় করুন লাখ লাখ টাকা
Share your comments