শুরু হল ভেটিভার নিয়ে ৭ম আন্তর্জাতিক সম্মেলন। উত্তর থাইল্যান্ডের অন্যতম বৃহত্তম শহর চিয়াং মাইতে আজ শুরু হল এই সম্মেলন। ৪ দিনের এই ইভেন্টে উপস্থিত রয়েছেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা। এই অনুষ্ঠানে আলোচনার মূল বিষয় হল “মাটি ও জল সংরক্ষণ।“ কৃষি জাগরণ এই ইভেন্টের মিডিয়া পার্টনার। এই অনুষ্ঠানে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন কৃষি জাগরণের প্রতিষ্ঠাতা এমসি ডমিনিক সহ ব্যবস্থাপনা পরিচালক সাইনি ডমিনিক।
আজ এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহামহিম রাজকুমারী মহাচক্রী সিরিন্ধর্ন। স্বাগত বক্তব্য দেবেন থাইল্যান্ডের রানী। এই অনুষ্ঠানের মূল উদ্দ্যেশ্য হল এই ঘাস চাষে কৃষকদের উদবুদ্ধ করা। পাশাপাশি আজ কৃষি জাগরণের এক ঐতিহাসিক দিন। কৃষি জাগরণ তার এগ্রিকালচার ওয়ার্ল্ড (Agriculture World) ম্যাগাজিনের সংস্করণও প্রকাশ করতে চলেছে।
আরও পড়ুনঃ World Menstrual Hygiene Day 2023: “আমার রক্ত শুদ্ধ, আমার গর্ব”, PRADAN’ র বিশেষ পদক্ষেপ
এই মহা সম্মেলনে উপস্থিত রয়েছে ৩২ টি সংস্থা এবং ভেটিভারের হস্তশিল্প পণ্য। অনুষ্ঠানে রাজকীয় উদ্যোগ নিয়ে পপি গ্রাস ( ভেটিভার ) ব্যবহারের প্রচার ও বিকাশের বাস্তবায়ন ফলাফলের প্রদর্শনী করা হয়। যাতে জনগণ এর বিশেষত্ব এবং অবদান সম্পর্কে ওয়াকিবহাল হন।
Share your comments