দিন দিন বেড়েই চলেছে করোনা সংক্রমণ সংখ্যা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সেলেব মহল, ক্রীড়া মহল প্রায় সব ক্ষেত্রেই করোনা সংক্রমণের তালিকায় যোগ হচ্ছে এক এক তাবড় তাবড় ব্যক্তির নাম। এবার কিংবদন্তি ভারতীয় গায়িকা লতা মঙ্গেশকর করোনা আক্রান্ত।
ইতিমধ্যেই তাঁকে মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। তবে আপাতত স্থিতিশীল ৯২ বয়সী গায়িকা। তাঁর ভাগ্নী রচনা জানিয়েছেন করোনায় আক্রান্ত লতা জি। তবে এখন ভালো আছেন। বয়স অনেক হয়েছে তাই দ্রুত হসপিটালে ভর্তি করা হয়েছে। তবে করোনার মৃদু উপসর্গ রয়েছে তাঁর শরীরে। পাশাপাশি রচনা সকল অনুগামীদের বলেন ঈশ্বরের কাছে প্রার্থনা করুন।
প্রসঙ্গত, ২০১৯ সালে হসপিটালের দোর গড়ায় যেতে হয়েছিল কিংবদন্তি গায়িকাকে। শ্বাসকষ্টজনিত কারণে ভর্তি হয়েছিলেন তিনি। সেই সময় শারীরিক অবস্থা মোটেও ভালো ছিলনা লতা জির। কিন্তু তখনও যুদ্ধ করে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন সুনামধন্য গায়িকা।
Share your comments