এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 18 June, 2021 10:33 AM IST
Job Recruitment (Image Credit - Google)

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পাশে রাজ্যে গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে | নিয়োগ করা হবে ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকমোটোর ডিসেবিলিটি-র অধীনে | এটি কেন্দ্রীয় সরকারের চাকরি |

এ রাজ্যের কলকাতায় রয়েছে এই ইনস্টিটিউটটি | পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে মহিলা, পুরুষ আবেদন করতে পারেন |

পদের নাম (Designation):

স্টাফ নার্স (Staff Nurse) |

শূন্যপদ (Vacancy):

১টি  (ST) |

বয়স (Age):

প্রার্থীর বয়স ৩০ বছরের নিচে হতে হবে |

শিক্ষাগত যোগ্যতা (Educational qualification):

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে জেনেরাল নার্সিং-র ডিপ্লোমা সঙ্গে ৩ বছরে অভিজ্ঞতা থাকতে হবে|

পদের নাম (Designation):

লাইব্রেরিয়ান (Librarian) |

শিক্ষাগত যোগ্যতা (Educational qualification):

Library Science - এ মাস্টার ডিগ্রি বা সমতুল্য যেকোনো যোগ্যতা সঙ্গে ৩ বছরের অভিজ্ঞতা এবং লাইব্রেরি সফটওয়্যার এপ্লিকেশনের অভিজ্ঞতা থাকতে হবে | হিন্দিতে দক্ষতা থাকতে হবে এবং হ্যান্ডলিং পাবলিকেশন ডিলিংএ অভিজ্ঞ থাকতে হবে |

পদের নাম (Designation):

স্টেনোগ্রাফার (GR-III) |

শূন্যপদ (Vacancy):

১টি  (UR) |

বয়স (Age):

প্রার্থীর বয়স ২৭ বছরের নিচে হতে হবে |

শিক্ষাগত যোগ্যতা (Educational qualification):

শর্টহ্যান্ডে গ্রাজুয়েট সঙ্গে প্রতি মিনিটে ৮০ টি শব্দ লেখার দক্ষতা এবং টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০ টি শব্দ লেখার দক্ষতা অথবা শর্টহ্যান্ড এবং টাইপরাইটিংয়ে স্নাতক সঙ্গে প্রতি মিনিটে ১০০/ ৪০ টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে |

পদের নাম (Designation):

সার্জিক্যাল বুট মেকার (GR-III) |

শূন্যপদ (Vacancy):

১টি (UR) |

বয়স (Age):

প্রার্থীর বয়স ২৭ বছরের নিচে হতে হবে |

শিক্ষাগত যোগ্যতা (Educational qualification):

মাধ্যমিক পাশ অথবা লেদার গুডস মেকারে  ITI অথবা  Prosthetics & Orthotics এর কোর্স সঙ্গে লেদার ওয়ার্কস-এ কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে |

পদের নাম (Designation):

লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower division clerk) |

শূন্যপদ (Vacancy):

১টি (SC) |

বয়স (Age):

প্রার্থীর বয়স ২৭ বছরের নিচে হতে হবে |

শিক্ষাগত যোগ্যতা (Educational qualification):

যেকোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে | কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০টি শব্দ বা হিন্দিতে প্রতি মিনিটে ২৫টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে |

আবেদন পদ্ধতি (Application procedure):

আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, বয়সের প্রমান পত্র, কাস্ট সার্টিফিকেট, অভিজ্ঞতার সার্টিফিকেট এবং অন্যান্য ডকুমেন্টস ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকমোটোর ডিসেবিলিটি-র অফিসে পাঠানো হবে | আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২০/৬/২০২১ |

www.niohkol.nic.in এই ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে |

আরও পড়ুন - PM Cares Fund: বঙ্গে কোভিড হাসপাতালের জন্য ৪২ কোটি টাকা দিলো পিএম কেয়ারস ফান্ড

পদের নাম (Designation):

লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower division clerk) |

শূন্যপদ (Vacancy):

১টি (SC) |

বয়স (Age):

প্রার্থীর বয়স ২৭ বছরের নিচে হতে হবে |

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

Director, National Institute for Locomotor Disabilities (divyangjan), B.T. Road , Bon-Hooghly , Kolkata-700090

আবেদন ফি:

৩০০ টাকা দিতে হবে | তবে, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে কোনো টাকা লাগবেনা |

নিবন্ধ: রায়না ঘোষ

আরও পড়ুন - CoWin Registration Not Mandatory - কোভিড টিকা নিতে হলে কোউইন-এ অনলাইন রেজিস্ট্রেশন আর বাধ্যতামূলক নয়, জানাল স্বাস্থ্য মন্ত্রণালয়

English Summary: LDC Recruitment 2021: Appointment of Lower Division Clerk in the State, Apply on Secondary pass
Published on: 17 June 2021, 03:27 IST