এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 28 May, 2021 1:48 PM IST
LIC job (Image Credit - Google)

LIC হাউসিং ফিনান্স লিমিটেড লোক নিয়োগ করছে | পশ্চিমবঙ্গের কলকাতা সহ দেশের ৫ টি শহরে লোক নিয়োগ করা হবে | পশ্চিমবঙ্গে যে কোনো জেলা থেকে বা যে কোনো ভারতীয় লোক আবেদন করতে পারেন |

পদের নাম (Designation):

CSR

শূন্যপদ (Seats):

৬ টি

শিক্ষাগত যোগ্যতা (Educational qualifications):

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫৫% নম্বর সহ সোশ্যাল ওয়ার্ক / রুরাল ম্যানেজমেন্ট নিয়ে স্নাতকোত্তর হতে হবে | পার্ট টাইম, ডিসটেন্স এবং করেস্পন্ডেন্স থেকে কোর্স করলে তা গ্রাহ্য হবেনা | লাইফ সাইকেল ম্যানেজমেন্ট নিয়ে প্রজেক্ট, মনিটরিং এবং এভালুয়েশন নিয়ে প্রজেক্ট করার কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে |

বয়স (Age):

১/১/২০২১ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ২৩ থেকে ৩০ বছরের মধ্যে |

নিয়োগের স্থান (Location):

কলকাতা, দিল্লী , বেঙ্গালুরু , মুম্বাই এবং ভোপাল |

নির্বাচন পদ্ধতি (Selection process):

যোগ্য ও নির্বাচিত প্রার্থীদের অনলাইনে একটি টেস্ট দিতে হবে | অনলাইনে টেস্টার ওপর বিচার করে নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে | অনলাইনে টেস্ট এবং ইন্টারভিউয়ের ওপর ভিত্তি করে ফাইনাল রাউন্ডে প্রার্থী নির্বাচিত হবে |

আবেদন পদ্ধতি:

ইচ্ছুক প্রার্থীরা এপ্লিকেশন ফর্ম ফিলাপ করে বায়ো-ডাটা সঙ্গে  www.lichousing.com এই ওয়েবসাইটে পাঠাতে হবে |

আরও পড়ুন - NIFT Recruitment 2021: কর্মী নিয়োগ রাজ্যের বস্ত্র দপ্তরে, আবেদন করুন মাধ্যমিক পাশে

শেষ তারিখ (Last date):

এপ্লিকেশন পাঠানোর শেষ তারিখ হলো ০৭/০৬/২০২১ |

অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখার লিংক:

https://www.lichousing.com/downloads/Advertisement_CSR.pdf

 

নিবন্ধ: রায়না ঘোষ

আরও পড়ুন - NABARD Recruitment 2021: জুনিয়র কনসালট্যান্ট এবং অন্যান্য পদগুলির জন্য আবেদন করুন এই লিঙ্কে ক্লিক করে

English Summary: LIC Recruitment 2021: Notice of recruitment of staff in LIC office in 5 cities, find out the application procedure
Published on: 28 May 2021, 01:48 IST