NIFT Recruitment 2021: কর্মী নিয়োগ রাজ্যের বস্ত্র দপ্তরে, আবেদন করুন মাধ্যমিক পাশে

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর | বস্ত্র দপ্তরের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে | মাধ্যমিক পাশ সোহো বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার পরীক্ষার্থীরা আবেদন করতে পারেন | চাকরি হবে পশ্চিমবঙ্গের মধ্যে | কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (National Institute of Fashion Technology)- তে নিয়োগ করা হবে |এটি হলো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি সংস্থা |

KJ Staff
KJ Staff
Job post
Job recruitment (Image Credit - Google)

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর | বস্ত্র দপ্তরের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে | মাধ্যমিক পাশ সোহো বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার পরীক্ষার্থীরা আবেদন করতে পারেন | চাকরি হবে পশ্চিমবঙ্গের মধ্যে | কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (National Institute of Fashion Technology)- তে নিয়োগ করা হবে |এটি হলো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি সংস্থা |

পদের বিবরণ (Details)- 

পদের নাম:

মাল্টিটাস্কিং স্টাফ (Multitasking staff)

মোট শূন্যপদ (Seats):

৯ টি

বেতন (salary):

শুরুতে প্রতি মাসে বেতন ২০,০০০ থেকে ২৫০০০ টাকা |

শিক্ষাগত যোগ্যতা (educational qualification):

মাধ্যমিক পাশ করতে হবে |

পদের নাম:

OSD  (হিন্দি ট্রান্সলেশন)

মোট শূন্যপদ (seats):

১ টি

বেতন (salary):

শুরুতে প্রতি মাসে বেতন ৪০০০০ থেকে ৪৫০০০ টাকা |

শিক্ষাগত যোগ্যতা (educational qualification):

হিন্দি বিষয়ে স্নাতকোত্তর থাকতে হবে ও ইংরেজি ঐচ্ছিক বিষয় হিসাবে থাকতে হবে | হিন্দি থেকে ইংরেজি বা ইংরেজি থেকে হিন্দি ট্রান্সলেশন-র একটা ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে অথবা রাজ্য বা কেন্দ্রের সরকারি অফিসে হিন্দি থেকে ইংরেজি বা ইংরেজি থেকে হিন্দি ট্রান্সলেশন-র কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে |

পদের নাম:

অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন

মোট শূন্যপদ (seats):

১টি

বেতন (salary):

শুরুতে প্রতি মাসে বেতন ২৮০০০ থেকে ৩৩০০০ টাকা |

শিক্ষাগত যোগ্যতা (educational qualification):

স্নাতক হতে হবে | রাজ্য/কেন্দ্র/স্বায়ত্তশাসিত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন হিসাবে কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে |

পদের নাম:

স্টেনোগ্রাফার (গ্রেড ৩)

মোট শূন্যপদ (seats):

১টি

বেতন (salary):

 শুরুতে প্রতি মাসে বেতন ২৮০০০ থেকে ৩৩০০০ টাকা |

শিক্ষাগত যোগ্যতা (educational qualification):

স্নাতক হতে হবে | শর্টহ্যান্ডে মিনিটে কমপক্ষে ৮০ টি শব্দ এবং কম্পিউটার টাইপিঙে মিনিটে কমপক্ষে ৪০ টি শব্দ লিখতে হবে | কম্পিউটারে দক্ষ হতে হবে | রাজ্য / সরকারি / আধা-সরকারি যে কোনো প্রতিষ্ঠানে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে |

পদের নাম:

লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট

মোট শূন্যপদ (seats):

১টি

বেতন (salary):

শুরুতে প্রতি মাসে বেতন ২২০০০ থেকে ২৭০০০ টাকা |

শিক্ষাগত যোগ্যতা (educational qualification):

লাইব্রেরি সাইন্স-এ ডিপ্লোমা থাকতে হবে বা লাইব্রেরি সাইন্স-এ স্নাতক হতে হবে | যেকোনো সুপ্রতিষ্ঠিত লাইব্রেরিতে কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে |

পদের নাম:

ল্যাব অ্যাসিস্ট্যান্ট

মোট শূন্যপদ (seats):

২টি

বেতন (salary):

শুরুতে প্রতি মাসের বেতন ২২০০০ থেকে ২৭০০০ টাকা |

শিক্ষাগত যোগ্যতা (educational qualification):

নিটিং টেকনোলজিতে ডিপ্লোমা সহ স্নাতক হতে হবে | এই শাখায় ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে | যেকোনো নামি প্রতিষ্ঠান থেকে ফোটোগ্রাফিতে ১ বছরের ডিপ্লোমা কোর্স করতে হবে |

বয়স (age):

OSD (হিন্দি ট্রান্সলেশন) পদের জন্য বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে এবং বাকি পদগুলির জন্য বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে |

আরও পড়ুন - Black Fungus death - রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসে প্রথম মৃত্যু, বাড়ছে উদ্বেগ!

আবেদন পদ্ধতি:

অনলাইন বা অফলাইনের মাধ্যমে আবেদন করা যাবে | আবেদন করার শেষ দিন ২৮ মে, ২০২১ |

আবেদনপত্র পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে এই ঠিকানায় পাঠাতে হবে,

To the Director, National Institute of Fashion Technology, NIFT Campus, Block LA, Plot-3B, Sector-3, Salt lake city, Kolkata-700106

বা মেইল করতে হবে establishment.kolkata@nift.ac.in এই আইডিতে |

অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখার লিংক:

https://www.nift.ac.in/kolkata/sites/kolkata/files/inline-files/Eligibility%20criteria%20and%20Important%20Instruction_2021-final.pdf

আবেদনপত্র ডাউনলোড করার লিংক:

https://www.nift.ac.in/kolkata/sites/kolkata/files/inline-files/Application_CV%20Format_1.pdf

নিবন্ধ: রায়না ঘোষ

আরও পড়ুন - NABARD Recruitment 2021: জুনিয়র কনসালট্যান্ট এবং অন্যান্য পদগুলির জন্য আবেদন করুন এই লিঙ্কে ক্লিক করে

Published On: 26 May 2021, 03:46 PM English Summary: NIFT Recruitment 2021: Recruitment to the State Textile Department, Apply to the secondary qualification

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters