রাজ্যের জেলা দপ্তরে লোয়ার ডিভিশন ক্লার্ক (গ্রূপ- সি) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ- মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোন কোন পদে নিয়োগে করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ রইলো বিস্তারিত তথ্য |
পদের নাম:
বেঞ্চ ক্লার্ক।
শূন্যপদ:
১ টি।
শিক্ষাগত যোগ্যতা:
উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।
বেতন:
প্রতিমাসে ১৪,৭৭০ টাকা।
পদের নাম:
শূন্যপদ:
১ টি।
শিক্ষাগত যোগ্যতা:
মাধ্যমিক পাস সঙ্গে কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।
বেতন:
প্রতিমাসে ১১,৮৮০ টাকা।
আরও পড়ুন -Weather update: বজ্র-বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি, জেনে নিন দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
বয়স(Age):
উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ০১/০১/২০২০ তারিখে ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি(Application procedure):
আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য প্রয়োজনীয় ওয়েবসাইটটি হল http://north24parganas.gov.in/documents/recruitment, অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর ও একটি ইমেল আইডি থাকতে হবে। অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখ পর্যন্ত।
প্রসঙ্গত এই নিয়োগের বিজ্ঞপ্তি ২৮ ফেব্রুয়ারি, ২০২০ তারিখ প্রকাশিত হয়েছিল। আবেদন চলেছিল ২০ মার্চ থেকে ৬ এপ্রিল, ২০২০ তারিখ পর্যন্ত। এই নিয়োগের আবেদনের সময়সীমা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখ পর্যন্ত করা হয়েছে। ২০ মার্চ থেকে ৬ এপ্রিল, ২০২০ তারিখের মধ্যে যেসব প্রার্থীরা আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। যারা আবেদন করেননি কেবল তারাই আবেদন করতে পারবেন।
নিয়োগের স্থান:
প্রার্থী নিয়োগ করা হবে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে।
নিয়োগ পদ্ধতি:
নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ -এর মাধ্যমে। বেঞ্চ ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে ৮০ নম্বরের, কম্পিউটার টেস্ট হবে ১০ নম্বরের ও ইন্টারভিউ হবে ১০ নম্বরের। উভয় পদের ক্ষেত্রেই মোট ১০০ নম্বরের ওপর ভিত্তি করে মেধাতালিকা প্রকাশিত হবে।
আবেদন শুরু:
২৩/০৯/২০২১
আবেদন শেষ:
৩০/০৯/২০২১
অফিসিয়াল নোটিশ দেখার লিংক:
http://north24parganas.gov.in/sites/default/files/uploads0/Recruitments/Notice088.pdf
আরও পড়ুন -Broccoli farming guide: জেনে নিন সহজ উপায়ে ব্রকোলি চাষ পদ্ধতি
Share your comments