হাতির হামলায় মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর, বিরাট সিদ্ধান্ত রাজ্য বন দফতরের

পরীক্ষার প্রথম দিনই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল এক ছাত্রের সঙ্গে।

Rupali Das
Rupali Das
হাতির হামলায় মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর, বিরাট সিদ্ধান্ত রাজ্য বন দফতরের

আজ থেকেই শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলির মধ্যে অন্যতম হল মাধ্যমিক। আর আজ থেকেই তার সূচনা। আর পরীক্ষার প্রথম দিনই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল এক ছাত্রের সঙ্গে। পরীক্ষা দিতে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না ছাত্রের। এমনই ঘটনার সাক্ষী থাকল জলপাইগুড়ি। এক দলছুট হাতি পিষে দিল  পরীক্ষার্থী কিশোর অর্জুন দাসকে

সকাল সকাল বাবার সঙ্গে বেরই অর্জুন। পরীক্ষা দিতে যাওয়ার পথেই দাঁতালের সম্মুখীন হয় ওই ছাত্র। জলপাইগুড়ির বৈকন্ঠপুর জঙ্গল সংলগ্ন টাকিমারী এলাকায় হটাত আগমন হয় হাতির। সেই হামলাতেই জখম হয় অর্জুন এবং তাঁর মৃত্যু হয়। ঘটনা শুনে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন , “"খুব দুঃখ জনক ঘটনা, গ্রীন ট্রাইব্যুনাল হাতির জন্য কোনও ব্যবস্থা নেয়নি। হাতি এত বেড়ে গিয়েছে। আমাদের এখানে কন্ট্রোল করার ক্ষমতা নেই। আমি আজ শিক্ষা দফতরকে বলেছি ফরেস্ট এরিয়া-তে যারা থাকে তাদের জন্য বাস এর ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে পুলিশকে ব্যবস্থা নিতে হবে।

ঘটনার পর নড়ে চড়ে বসেছে বন দফতর। আগামীকাল থেকে সমস্ত পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেবে বনদফতর কর্তৃপক্ষ। পাশাপাশি আজই মৃত ছাত্রের পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দেওয়া হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ  ইংরেজি বলছেন কেন? এটা কি ইংল্যান্ড নাকি? কৃষকের মুখে ইংরেজি শুনে রেগে গেলেন নিতীশ কুমার

রাজ্য বনদফতর সুত্রের খবর পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে বন রেঞ্জার, বিট অফিসারদের। গাড়ি এবং বাইকের সাহায্যে পরীক্ষার্থীদের পৌঁছে দেওয়া হবে পরীক্ষাকেন্দ্রে।

আরও পড়ুনঃ  হিমঘরের গাফিলতির জন্য পচে গিয়েছে আলু,ক্ষতিপূরন আদায়ে পথে নামলেন কৃষকরা

Published On: 23 February 2023, 06:06 PM English Summary: Madhyamik exam student dies in elephant attack, big decision of state forest department

Like this article?

Hey! I am Rupali Das. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters