কিংবদন্তি লতা মঙ্গেশকরকে হারানোর শোক কাটিয়ে না উঠতেই আবারও শোকের ছায়া বলিউডে। চির নিদ্রায় আচ্ছন্ন হলেন মহাভারতে অভিনীত ভিম। ৭৪ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিলেন অভিনেতা প্রবীণ কুমার সোবতি। বহুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন তিনি। টেলি ইন্ডাস্ট্রির ইতিহাসে মহাভারত একটি মাইল ফলক। আজও এই সিরিয়ালের জনপ্রিয়তা অন্য মানের। এই সিরিয়ালে ভিমের চরিত্রে অভিনয় করতেন প্রবীণ কুমার সোবতি। এই চরিত্রে অভিনয় করেই তিনি চিরস্থায়ী জায়গা করে নিয়েছিলেন দর্শকদের মনে।
শারীরিক ভাবে এই শিল্পী আমাদের সঙ্গে আর থাকবেন না কিন্তু শিল্পের কখনও মৃত্যু হয়। তাঁর অভিনয় সব সময় বিরাজমান থাকবে দর্শকদের মনে। অভিনয় জগতে আসার আগে তিনি একজন হ্যামার এবং ডিসকাস থ্রো ক্রীড়াবিদ ছিলেন। তাঁর ঝুলিতে রয়েছে ২টি সোনা, ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ। সবকটিই এশিয়ান গেমসে জিতেছেন।
প্রসঙ্গত, ২০২০ সালে লক ডাউনের সময় পুনরায় সম্প্রচার হয় মহাভারতের। সেই সময়েও সব রেকর্ড ব্রেক করেছিল এই ধারাবাহিক। সমস্ত নতুন ধারাবাহিককে পেছনে ফেলে সেই সময় শীর্ষ স্থানে জায়গা করে নিয়েছিল এই সিরিয়াল। ম্মহাভারত ধারাবাহিকের প্রতিটি চরিত্র এবং সেই চরিত্রে অভিনয় করা অভিনেতারা সর্বদা জীবিত থাকবেন দর্শকদের হৃদয়ে।
Share your comments