নোট বাতিল নিয়ে ক্ষোভ মমতার। শীর্ষে ভারতের প্রধানমন্ত্রী। কালো গাজর

গতকালই কেন্দ্রীয় ব্যাঙ্কের একটি সিদ্ধান্তে নড়ে চড়ে বসেছে গোটা দেশ। বাতিল করা হয়েছে ২০০০ টাকার নোট।

Rupali Das
Rupali Das
নোট বাতিল নিয়ে ক্ষোভ মমতার। শীর্ষে ভারতের প্রধানমন্ত্রী। কালো গাজর/ ছবি- টুইটার

“দেশবাসীর সঙ্গে ধোঁকা” নোট বাতিল নিয়ে ক্ষোভ উগরে দিলেন মমতা

 গতকালই কেন্দ্রীয় ব্যাঙ্কের একটি সিদ্ধান্তে নড়ে চড়ে বসেছে গোটা দেশ। বাতিল করা হয়েছে ২০০০ টাকার নোট। তবে নোট বদলে দেওয়া যাবে সেপ্টেম্বর পর্যন্ত। এই নিয়ে সরাসরি বিজেপিকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রি মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ এটা ধামাকা ছিলনা, কোটি কোটি ভারতীয়দের কোটি কোটি টাকার ধোকা। ভাই বোনেরা জেগে উঠুন। নোটবন্দির সময় সকলেই অসুবিধায় পড়েছিল। যারা এই কাজ করেছিল তাঁদের ক্ষমা করবেন না।

বিশ্বে আবারও মোদির ঝড় , শীর্ষে ভারতের প্রধানমন্ত্রী

 ফের শীর্ষে মোদী। গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল রেটিংয়ে গোটা বিশ্বে  প্রথম স্থানে রয়েছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। মার্কিন ভিত্তিক এক সংস্থা মর্নিং কনসাল্ট এর সমীক্ষা অনুযায়ী ৭৮ শতাংশ রেটিং নিয়ে প্রথম স্থানে রয়েছেন মোদী। ছয় নম্বরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং দশ নম্বরে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।  

আরও পড়ুনঃ  বাতিল ২০০০’র নোট, স্পষ্ট করল RBI! বৈধতা আর কতদিন?

কৃষি এবং শ্রমিকদের পারিশ্রমিক সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে বাংলায়

এপ্রিল মাসে কৃষি শ্রমিক এবং গ্রামীণ শ্রমিকদের পারিশ্রমিক বৃদ্ধি পেয়েছে। সেই বৃদ্ধির পরিমান ৫থেকে ৬ পয়েন্ট। আর এই বৃদ্ধির পরিমাণ সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে। প্রধানত বাংলায় দুধ, শুকনো লঙ্কা , আদা, মশলা, জ্বালানী কাঠের দাম বৃদ্ধি পেয়েছে। সেই কারনেই কৃষি শ্রমিক এবং গ্রামীণ শ্রমিকদের পারাশ্রমিক সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে বাংলায়। প্রায় ১২ পয়েন্ট।

আরও পড়ুনঃ  তবে কি আমরাই আগামী প্রজন্মকে বিপদের মুখে ঠেলে দিচ্ছি !

ভারত বিশ্বব্যাপী পেট্রোকেমিক্যালের নতুন গন্তব্য হতে প্রস্তুত: ডাঃ মনসুখ মান্ডাভিয়া

সম্প্রতি অনুষ্ঠিত হল এশিয়া পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি কনফারেন্স 2023। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রী ডঃ মনসুখ মান্ডাভিয়া। তিনি বলেন ভারত বিশ্বব্যাপী পেট্রোকেমিক্যালের নতুন গন্তব্য হতে প্রস্তুত। পাশাপাশি তিনি দাবি করেন ব্যাবসা বান্ধব নীতির কারণে গোটা বিশ্ব ভারতকে একটি বিশ্বস্ত অংশীদার এবং বিনিয়োগের অগ্রাধিকার গন্তব্য হিসেবে দেখে। অনুষ্ঠানের মুল বিষয় ছিল টেকসই ভবিষ্যতের সূচনা। উপস্থিত ছিলেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরীসাতটি সদস্য দেশের ১২০০ প্রতিনিধি এবং ইউরোপ, চীন, আমেরিকা, মধ্যপ্রাচ্য এবং অন্যান্য এশীয় দেশ থেকে অংশগ্রহণকারীরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিল।

বিশ্ব মৌমাছি দিবস উদযাপন 2023

আজ বিশ্ব মৌমাছি  দিবস। সেই উপলক্ষে মধ্যপ্রদেশের রাজা ভোজ কৃষি কলেজে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের কৃষিমন্ত্রী। প্রায় 1000 কৃষক/মৌমাছি পালনকারী/প্রসেসর/উদ্যোক্তা এবং মধু উৎপাদনের সাথে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

কালো গাজর অ্যান্টিঅক্সিডেন্টের ভান্ডার

আমরা যখন গাজরের কথা বলি তখন আমাদের মাথায় লাল গাজরের কথা আসে। কিন্তু জানেন কি কালো গাজরও রয়েছে। পুষ্টিতে সমৃদ্ধ হয় এই কালো গাজর। এছাড়াও রয়েছে অ্যান্থোসায়ানিন। যার জন্য এই গাজরের রঙ হয় বেগুনি যা কালো দেখায়। কালো গাজর অ্যান্টিঅক্সিডেন্ট এর ভান্ডার। যা ক্যানসার নিরাময়ে সহায়তা করে।

 

Published On: 20 May 2023, 06:12 PM English Summary: Mamata's anger over demonetisation. Prime Minister of India at the top. black carrot

Like this article?

Hey! I am Rupali Das. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters