গঙ্গাসাগর মেলা নিয়ে জরুরি বৈঠক মমতার

“সব মেলা বার বার গঙ্গাসাগর একবার”। ৩ বছর পর অবশেষে করোনা পরিস্থিতি কাটিয়ে এবার অনুষ্ঠিত হতে চলেছে গঙ্গাসাগর মেলা।

Rupali Das
Rupali Das
গঙ্গাসাগর মেলা নিয়ে জরুরি বৈঠক মমতার

“সব মেলা বার বার গঙ্গাসাগর একবার”। ৩ বছর পর অবশেষে করোনা পরিস্থিতি কাটিয়ে এবার অনুষ্ঠিত হতে চলেছে গঙ্গাসাগর মেলা। তাই স্বাভাবিক ভাবেই ভিড় গতবছর গুলির তুলনায় বেশি হবে সেই নিয়ে কোনও সন্দেহ নেই। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে তৎপর রাজ্য সরকার। আগামী ২১শে ডিসেম্বর গঙ্গাসাগর মেলা নিয়ে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে উপস্থিত থাকবে প্রত্যেকটি দফতরের সচিব। গঙ্গাসাগর মেলা নিয়ে এবার আগে থেকেই প্রস্তুতি নিতে চায় সরকার।

গঙ্গাসাগর মেলা নিয়ে বিভিন্ন নির্দেশনা এদিন বৈঠকে দেবেন বলেই নবান্ন সুত্রে খবর। পাশাপাশি মমতা নিজে ডিসেম্বর বা জানুয়ারি মাসের শুরুতে গঙ্গাসাগর যেতে পারেন এমনটাও শোনা যাচ্ছে। মেলার আগে কিরকম প্রস্তুতি নেওয়া হয়েছে সেই বিষয়ে নিজে গিয়ে দেখে আসবেন মমতা।

প্রসঙ্গত গত তিন বছর পর অবশেষে করোনা রেশ কাটিয়ে অনুষ্ঠিত হতে চলেছে এই মেলা। তাই স্বাভাবিক ভাবেই গত বছরের তুলনায় এই বছর ভিড় লাগামছাড়া হবে। তাই সেভাবেই পরিষেবার পরিধিও বাড়ানোর কথা ভাবছে প্রশাসন। ইতিমধ্যেই ৫ টি অস্থায়ী হাসপাতাল তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। এতে থাকবে ১০০ জন চিকিৎসক এবং ৭০০ জন স্বাস্থ্যকর্মী। এছাড়াও মেলায় এসে যদি কেও অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে ডায়মন্ডহারবার হাসপাতাল সাগর হাসপাতাল, কাকদ্বীপ মহকুমা হাসপাতাল এবং অন্যান্য স্থানীয় হাসপাতালে বেড সংরক্ষিত করা থাকবে। এই পরিষেবা শুরু হবে আগামী ৯ই জানুয়ারি থেকে।

আরও পড়ুনঃ  Anganwadi Centre: নেই জলের ব্যবস্থা, খোলা আকাশের নিচে চলছে বাচ্চাদের পঠন-পাঠন! অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থা হতাশাজনক

গঙ্গাসাগর মেলার জন্য ইতিমধ্যেই তিনটি হ্যালিপ্যাড বানানো হয়েছে। এগুলির কাজও প্রায় শেষের মুখে। সুত্রের খবর মুখ্যমন্ত্রী গঙ্গা সফরে গিয়ে উদ্বোধন করতে পারেন এই হ্যালিপ্যাডগুলির।

আরও পড়ুনঃ  চায়ের উৎপাদন কমল ৪ শতাংশেরও বেশী,মুজুরি কমার আশঙ্কা কৃষকদের

Published On: 19 December 2022, 05:00 PM English Summary: Mamata's urgent meeting on Gangasagar Mela

Like this article?

Hey! I am Rupali Das. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters