মুর্শিদাবাদ জেলায় আজ 'MFOI Samridh Kisan Utsav'! মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রে কৃষকদের সমাহার

পশ্চিমবঙ্গে চলছে 'MFOI সমৃদ্ধ কিষাণ উৎসব'। কৃষি জাগরণ দ্বারা আয়োজিত মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্র (West Bengal University of Animal & Fishery Sciences) এর সহযোগিতায় এবং মাহিন্দ্রা দ্বারা স্পনসর করা এই অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলার বুকে।

Rupali Das
Rupali Das
মুর্শিদাবাদ জেলায় আজ 'MFOI Samridh Kisan Utsav'!

পশ্চিমবঙ্গে চলছে 'MFOI সমৃদ্ধ কিষাণ উৎসব'। কৃষি জাগরণ দ্বারা আয়োজিত মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্র (West Bengal University of Animal & Fishery Sciences) এর সহযোগিতায় এবং মাহিন্দ্রা ট্রাক্টরস, সোমানি সিডজ এবং এভারেস্ট দ্বারা স্পনসর করা এই অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলার বুকে। মাহিন্দ্রা ট্র্যাক্টরস দ্বারা স্পনসর করা, ইভেন্টের থিম হল 'সমৃদ্ধ ভারতের জন্য কৃষকদের আয় সর্বাধিক করা' এবং মূল উদ্দেশ্য ছিল কৃষকদের কৃষিতে সাম্প্রতিক অনুশীলন এবং উদ্ভাবনের সাথে সংযুক্ত করা। কৃষির এই মহাকুম্ভে যোগ দেন ২৫০ জনেরও বেশি কৃষক।

মুর্শিদাবাদ জেলায় আজ 'MFOI Samridh Kisan Utsav'

প্রদীপ প্রজ্জ্বলনের দ্বারা এই অনুষ্ঠানের সূচনা হয়। বহু কৃষি বিশেষজ্ঞ এবং কৃষকদের নিয়ে শুভারম্ভ হয় অনুষ্ঠানের। মাঠের প্রাঙ্গণে মাহিন্দ্রা ট্রাক্টরগুলির একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়েছিল। এ সময় জেলার কৃষকরা মাহিন্দ্রা ট্রাক্টরের স্টল পরিদর্শন করেন এবং সর্বশেষ মডেল সম্পর্কে তথ্য পান। এছাড়াও সোমানি সিডজ এবং এভারেস্টের একটি স্টল ছিল প্রাঙ্গনে।

আরও পড়ুনঃ  পশ্চিমবঙ্গে শুরু হল 'MFOI Samridh Kisan Utsav', হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রে কৃষকদের ব্যাপক সাড়া

মুর্শিদাবাদ জেলায় আজ 'MFOI Samridh Kisan Utsav'

অনুষ্ঠানে বিশেষ অতিথি

 ভার্চুয়ালি আজ এই মঞ্চ উজ্জ্বল করেছেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। পশ্চিমবঙ্গে মৎস্য দফতরের উন্নয়ন এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন তিনি। মৎস্য চাষিদের উন্নয়নে রাজ্য সরকার কী কী করছে সেই নিয়ে সংক্ষিপ্ত বিবরণ দেন তিনি। এছাড়াও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন West Bengal University of Animal & Fishery Sciences এর ডেপুটি ডিরেক্টর ডঃ কেশব ধারা। পাশাপাশি অনলাইন মাধ্যমেই নিজের মূল্যবান বক্ত্যব্য রাখেন Director of extention ( Education) BCKV ডঃ কৌশিক ব্রহ্মচারী।

মুর্শিদাবাদ জেলায় আজ 'MFOI Samridh Kisan Utsav'
মুর্শিদাবাদ জেলায় আজ 'MFOI Samridh Kisan Utsav'

এছাড়াও বিভিন্ন কৃষি বিশেষজ্ঞ এবং কৃষকদের উপস্থিতিতে এই মঞ্চ হয়ে ওঠে চাঁদের হাট। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সভাপতি রাকেয়া বিবি। ব্লক কৃষি কর্মদক্ষ গোলাব সেখ। ব্লক সহ সভাপতি মিস্টার সাইবুর রহমান। ADA ভগবানগোলা মিস্টার মহিষন দাস। কৃষিতে মুর্শিদাবাদ জেলা কতটা এগিয়ে এবং কৃষিতে উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ নিতে হবে সেই নিয়ে মূল্যবান বক্ত্যব্য রাখেন উপস্থিত ব্যক্তিরা।

মুর্শিদাবাদ জেলায় আজ 'MFOI Samridh Kisan Utsav'

এছাড়াও এই মঞ্চ আলোকিত হয় মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিশেষজ্ঞদের উপস্থিতিতে। কৃষির উন্নয়নে তাঁরা তাঁদের মূল্যবান বক্ত্যব্য তুলে ধরেন কৃষকদের স্বার্থে। উপস্থিত ছিলেন, মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের Senior Scientist and Head ডঃ উত্তম রায়। Subject Matter Specialist (Horticulture) সোমা গিরি। Subject Matter Specialist ( Soil Science) আবু তালেব এবং Subject Matter Specialist ( Fishery Science) সমীরণ পাত্র।

মুর্শিদাবাদ জেলায় আজ 'MFOI Samridh Kisan Utsav'

এ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল অতিথিদের হাতে সনদপত্র বিতরণ করা. জেলার প্রগতিশীল কৃষকদের কৃষি ক্ষেত্রে অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ সনদপত্র প্রদান করা হয়। প্রোগ্রামটি কৃষক সম্প্রদায়ের ক্ষমতায়ন এবং টেকসই চাষাবাদ অনুশীলনের প্রচারের সফল প্রচেষ্টা তুলে ধরে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সমাপ্ত হয়। সমৃদ্ধ কিষান উৎসব চলবে গোটা পশ্চিমবঙ্গ জুড়েই। 

মুর্শিদাবাদ জেলায় আজ 'MFOI Samridh Kisan Utsav'
Published On: 16 July 2024, 05:24 PM English Summary: MFOI Samridh Kisan Utsav today in Murshidabad district Farmers gathering at Murshidabad kvk

Like this article?

Hey! I am Rupali Das. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters