নিখোঁজ মুকুল রায়! ফের বিজেপিতে যোগ? বাড়ছে জল্পনা

নিখোঁজ তৃণমূলের সিনিয়র নেতা মুকুল রায়। গতকাল সন্ধ্যা থেকেই আর খোজ মিলছে না রাজনৈতিক মহলে চর্চিত মুখ মুকুল রায়ের।

Rupali Das
Rupali Das
ছবি- ফেসবুক

নিখোঁজ তৃণমূলের সিনিয়র নেতা মুকুল রায়। গতকাল সন্ধ্যা থেকেই আর খোজ মিলছে না রাজনৈতিক মহলে চর্চিত মুখ মুকুল রায়ের। গতকাল সন্ধ্যা থেকে আর কোনও খোঁজ মিলছে না বলে দাবি তাঁর পরিবারের। এমনকি মুকুল পুত্র শুভ্রাংশু রায় স্থানীয় থানাতে নিখোঁজের ডাইরিও ফাইল করেছেন।

গতকাল রাতে ইন্ডিগোর ফ্লাইটে উঠে আসে মুকুল রায়ের টিকিটের নম্বর। তবে সেখানেও আসে ধোঁয়াশা। ফ্লাইটের টিকিট অনুযায়ী রাত ৯ টায় দিল্লি নেমে যাওয়ার কথা ছিল কিন্তু মুকুল পুত্র শুভ্রাংশু জানায় দিল্লিতে নামার কোনও আপডেট আসেনি তাঁদের পরিবারের কাছে। এমনকি বিমান বন্দরের আধিকারিকদের সঙ্গেও যোগাযোগ করেন মুকুল পুত্র। সেখান থেকেও কোনও আপডেট পায়নি তাঁর পরিবার।

আরও পড়ুনঃ  ভেঙ্গে পড়েছে হিমঘর! আলু চাষিদের সঠিক বিচার দিতে প্রশাসনিক বৈঠক

একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ছেলের সঙ্গে ঝগড়া হয় মুকুল রায়ের। তারপর থেকেই নিখোঁজ মুকুল রায়। পাশাপাশি মুকুল রায়ের স্বাস্থ্য আপাতত ভালো নেই। গতকাল রাতে মুকুল রায়ের নিখোঁজ নিয়ে শোরগোল পড়ে যায় গোটা বঙ্গে। এমনকি উত্তাল হয় রাজ্য রাজনীতি। উঠে আসে অনেক প্রশ্ন। তাহলে কি কেও অপহরণ করল মুকুল রায়কে? নাকি স্বেচ্ছায় তিনি দিল্লি গেছেন। আবার প্রশ্ন উঠছে দিল্লিতে হটাত কিসের প্রয়োজন হল যে এইভাবে আসতে হল। এছাড়াও আবারও বিজেপিতে যোগ দেওয়ার জল্পনাও উঠে এসেছে রাজনৈতিক মহল থেকে।

আরও পড়ুনঃ  বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল মাছ! ৪০ বছর বাঁচে সাগরের এই রানী

অনেক খোঁজের পর অবশেষে আজ সকালে হদিশ মিলল মুকুল রায়ের। তবে এখনও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। দিল্লিতেই রয়েছেন মুকুল রায়। সম্ভবত তিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে দেখা করতে গেছেন। তবে কিছুতেই কাটছেনা ধোঁয়াশা। ক্রমশ বাড়ছে জল্পনা। এর সুরাহা তখনই মিলবে যখন মুকুল রায় নিজের মুখে জানাবেন তিনি কেন এসেছিলেন দিল্লি।

Published On: 18 April 2023, 12:46 PM English Summary: Missing Mukul Roy! Join the BJP again? Speculation is growing

Like this article?

Hey! I am Rupali Das. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters