নবজোয়ার জঙ্গলমহলে। ইউরিয়া এবং DAP’র জন্য ৭০ হাজার কোটি টাকা অনুমোদন। পুরী এবং হাওড়া বন্দে ভারত

নবজোয়ার জঙ্গলমহলে। ইউরিয়া এবং DAP’র জন্য ৭০ হাজার কোটি টাকা অনুমোদন। পুরী এবং হাওড়া বন্দে ভারত

Rupali Das
Rupali Das
নবজোয়ার জঙ্গলমহলে। ইউরিয়া এবং DAP’র জন্য ৭০ হাজার কোটি টাকা অনুমোদন। পুরী এবং হাওড়া বন্দে ভারত

নবজোয়ার জঙ্গলমহলে! আজ থেকে যাত্রা শুরু অভিষেকের

পাখির চোখ পঞ্চায়েত ভোট। সাংগঠনিক বুথ শক্ত করতে আজ থেকে জঙ্গলমহলে নব জোয়ার যাত্রা শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই বাঁকুড়া, পুরুলিয়া, এবং বিষ্ণুপুর এই এলাকায় সাংগঠনিক স্তরে বৈঠক করেছিলেন তিনি। সেখানে জঙ্গলমহলে উন্নতির লক্ষ্যে আর কি কি ব্যবস্থা নিতে হবে সেই নিয়ে আলোচনা হয়। আজ সেই খতিয়ে দেখতে বাঁকুড়া থেকে যাত্রা শুরু করলেন অভিষেক।

মন্ত্রিসভা রবি মরসুমে ইউরিয়া এবং DAP’র জন্য ৭০ হাজার কোটি টাকা অনুমোদন করেছে

 কেন্দ্রীয় মন্ত্রীসভা নাইট্রোজেন , ফসফরাস , পটাশ  এর জন্য ভর্তুকি হারে সার বিভাগে প্রস্তাব অনুমোদন করেছে। খরিফ মরশুমে 38 হাজার কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এই সিদ্ধান্তে কৃষকদের কাছে DAP এবং অন্যান্য সারের প্রাপত্যার ক্ষেত্রে দ্বিগুন সুবিধা থাকবে।

 

পুরী এবং হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের ফ্ল্যাগ অফ করলেন প্রধানমন্ত্রী

 

 বাংলা পেল  আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস। আজ এর উদ্বোধন করলেন খোদ প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  রেলমন্ত্রী। ট্রেনটি ওড়িশার খোর্ধা, কটক, জাজপুর, ভদ্রক, বালাসোর জেলা এবং পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলার মধ্য দিয়ে যাবে। প্রধানমন্ত্রী ওড়িশায় রেল নেটওয়ার্কের 100% বিদ্যুতায়ন উৎসর্গ করবেন। এতে পরিচালন ও রক্ষণাবেক্ষণের খরচ কমবে এবং আমদানিকৃত অপরিশোধিত তেলের ওপর নির্ভরতা কমবে। আগামী ২০ মে থেকে যাত্রী সহ যাত্রা শুরু হবে এই ট্রেনের।

এইভাবে AI চাষে সাহায্য করতে পারে

বর্তমানে সকলেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার ব্যাপক হারে করছে। প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে এখন কৃষিক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে AI। AI কৃষি সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করলে মিলছে বিভিন্ন তথ্য। এর মাধ্যমে কৃষকরা আবহাওয়া, শস্য ব্যবস্থাপনা, চাষ কৌশল, খামার নির্মাণ ইত্যাদি সম্পর্কে বিভিন্ন তথ্য পাবেন।

আরও পড়ুনঃ  পশ্চিমবঙ্গের সামুদ্রিক মৎস্য সম্পদের বর্তমান অবস্থা

বিশ্ব মৌমাছি দিবসের প্রস্তুতি তুঙ্গে

 কেন্দ্রীয় মন্ত্রী, নরেন্দ্র সিং তোমর 20শে মে 2023-এ মধ্যপ্রদেশের বালাঘাটে প্রধান অতিথি হিসাবে বিশ্ব মৌমাছি দিবসের উদ্বোধন করবেনজাতীয় মৌমাছি পালন ও মধু মিশনের লক্ষ্য মৌমাছি পালনের অনুশীলনকে উন্নত করা, মহিলাদের ক্ষমতায়ন করা, ফসলের উৎপাদনশীলতা উন্নত করা এবং অবকাঠামোর উন্নয়ন করা।

 

Published On: 18 May 2023, 06:17 PM English Summary: Nabo joar Jungle Mahal. 70 thousand crore approved for Urea and DAP. India in Puri and Howrah

Like this article?

Hey! I am Rupali Das. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters