'জন গণ মন'-এর রোমাঞ্চকর ইলেকট্রিক গিটার সংস্করণ! মুগ্ধ হয়ে খোদ শেয়ার করলেন আনন্দ মাহিন্দ্রা

শীত হল উৎসবের মরশুম। বিশেষত উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে শীতের মরশুমে শুরু হয় একাধিক অনুষ্ঠান। তাই শীতের সময় উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভিড় জমায় পর্যটকরা। প্রতি বছরের ন্যায় এই বাড়ও নাগাল্যান্ডের হর্নবিল উৎসবকে (Hornbill Festival) ঘিরে আনন্দের জোয়ারে ভাসছে নাগাল্যান্ড বাসী।

KJ Staff
KJ Staff
Hornbill Festival, Nagaland

শীত হল উৎসবের মরশুম। বিশেষত উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে শীতের মরশুমে শুরু হয় একাধিক অনুষ্ঠান। তাই শীতের সময় উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভিড় জমায় পর্যটকরা। প্রতি বছরের ন্যায় এই বারও নাগাল্যান্ডের হর্নবিল উৎসবকে (Hornbill Festival) ঘিরে আনন্দের জোয়ারে ভাসছে নাগাল্যান্ডবাসী। ডিসেম্বরের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত হয় এই হর্নবিল উৎসব। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা থেকে মাত্র ১২ কিলোমিটার দুরে কিসামায় হর্নবিল উৎসবের আয়োজন করা হয়। এখানকার লোক সাহিত্য থেকে শুরু করে তাদের সংস্কৃতি আলাদা জায়গা করে নিয়েছে উৎসবে। এই উৎসবের মূল আকর্ষণ নাগাদের বিভিন্ন গান, নাচ ও  তাদের ঐতিহ্যবাহী রান্না।

ভারতীয়দের যদি কোনো সঙ্গীত হৃদয়ে ছুঁয়ে যায় অবিরত সেটা হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া জাতীয় সঙ্গীত। এই সঙ্গীত সর্বদাই ভারতীয়দের মধ্যে শ্রদ্ধা ও গর্বকে অনুপ্রাণিত করে। চলতি সপ্তাহে নাগাল্যান্ডের হর্নবিল উৎসবে জাতীয় সঙ্গীতের এক অনন্য সংস্করণ সমগ্র ভারতবাসীকে অবাক করে দিয়েছে। নাগাল্যান্ডের এক সংগীতশিল্পী ইমনাইনলা জামির একটি বৈদ্যুতিক গীটারে ‘জন গন মন’-র সুর তুলেছিলেন। যা সত্যিই অতুলনীয়। এই সুরের ছন্দে মন মোহিত হয়ে শ্রদ্ধায় দাঁড়িয়েছিলেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও, ভাইস-প্রেসিডেন্ট জগদীপ ধানকর, নাগাল্যান্ডের গভর্নর জগদীশ মুখি প্রমুখ ব্যাক্তিরা।

আরও পড়ুনঃ আফিম চাষের আইন কি? সবাই কি চাষ করতে পারবে?

সঙ্গীতশিল্পী ইমনাইনলা জামির নাগাল্যান্ড ভিত্তিক ব্যান্ড দ্য ফ্যান্টাস্টিক কোম্পানির সদস্য। ইমনাইনলার গীটারে জাতীয় সঙ্গিতের সুর তলা ভিডিওটি অনুষ্ঠান শেষে শেয়ার করেন বিখ্যাত ব্যবসায়িক টাইকুন আনন্দ মাহিন্দ্রা। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, এই ভিডিও ক্লিপটি প্রমাণ করে যে ভারত কতটা অবিশ্বাস্য। ভারতীয় সংস্কৃতির এক অবিশ্বাস্য বৈচিত্র রয়েছে। হর্নবিল উৎসব (Hornbill Festival) সত্যিই অনন্য, এটা আগামীদিনে আরও শক্তিশালী হয়ে উঠবে। আনন্দ মাহিন্দ্রার শেয়ার করা টুইট হাজার হাজার লাইক ও এক মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে।

আরও পড়ুনঃ কৃষি ও খাদ্যচিন্তাই জন্ম দিয়েছিল নয়া সভ্যতার

এক টুইটার ব্যবহার কারি বলেছেন, “আমাদের জাতীয় সঙ্গীত এই ভাবেও উপস্থাপন করা যায় সত্যিই অভাবনীয়”। অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, "এটি এখন পর্যন্ত আমার শোনা সেরা জন গণ মন!" এছাড়াও সতীশ নামে একজন মন্তব্য করেছেন- "আশ্চর্যজনক, গুজবাম্পস! স্যার, এই তরুণীটি কে? তার আর কোনো গিটার বাজানোর লিঙ্ক আছে?"

 

Published On: 05 December 2022, 04:51 PM English Summary: Nagaland girl electric guitar rendition of Jana Gon Maan Goes Viral

Like this article?

Hey! I am KJ Staff . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters