Bengal Safari Park: বেঙ্গল সাফারি পার্কে নয়া চমক, শোভা বাড়াতে আনা হচ্ছে জেব্রা-জলহস্তী…

শীতের মরশুমে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের শোভা বাড়াতে নয়া উদ্যোগ পার্ক কর্তৃপক্ষের। সবকিছু ঠিকঠাক থাকলেই চলতি মাসেই সিংহের গর্জন শুনতে পাবে শিলিগুড়িবাসী। বেঙ্গল সাফারি পার্কের সৌন্দর্যতা বাড়াতে আনা হচ্ছে সিংহ, জলহস্তী, জেব্রা সহ একাধিক বন্য পশুকে।

Sukanta Santra
Sukanta Santra
Siliguri bengal Safari Park

শীতের মরশুমে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের শোভা বাড়াতে নয়া উদ্যোগ পার্ক কর্তৃপক্ষের। সবকিছু ঠিকঠাক থাকলেই চলতি মাসেই সিংহের গর্জন শুনতে পাবে শিলিগুড়িবাসী। বেঙ্গল সাফারি পার্কের সৌন্দর্যতা বৃদ্ধি করতে আনা হচ্ছে সিংহ, জলহস্তী, জেব্রা সহ একাধিক বন্য পশুকে। এই মরশুমে একাধিক জীবজন্তু আনার প্রস্তাব কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ।

জঙ্গলের রাজার আগমনের আগেই বেঙ্গল সাফারি পার্কে ভিড় জমিয়েছে বিভিন্ন রাজ্যের পর্যটকরা। সুত্রের খবর অনুযায়ী, চলতি বছরে সাফারির টিকিট বিক্রি করে আয় হয়েছে ৩ কোটি ৪৫ লাখ টাকা। তবে ডিসেম্বরেই যদি সিংহ, জলহস্তী, জেব্রা সহ একাধিক বন্য জীবজন্তু এসে যায় তাহলে আরও ভিড় বাড়বে সঙ্গে আয়ও বাড়বে বলে মনে করছে পার্ক কর্তৃপক্ষ। জানা গিয়েছে এই বছর পার্কে পর্যটকের সংখ্যা প্রায় ২ লাখ ২১ হাজার ছাপিয়ে গিয়েছে। বন্য পুশুপাখির দেখভাল ছাড়াও পার্কের বিভিন্ন দিক সাজিয়ে তুলছে পার্ক কর্তৃপক্ষ, যেমন- শিশুদের খেলার পার্ক এবং পার্কের মধ্যে পশু হাসপাতাল।

আরও পড়ুনঃ Red Banana: যেতে হবে না তামিলনাড়ু, এবার বাংলার মাটিতে শুরু লাল কলার চাষ

গত বছর লখনউয়ের একটি চিড়িয়াখানায় ইজরায়েল থেকে আনা হয়েছিল তিনটি জেব্রা। বেঙ্গল সাফারি পার্কে গত কয়েক বছর ধরেই জীবজন্তু আনার কথা হয়েছিল। এবার তা বাস্তবায়িত করার জন্য সরাসরি পদক্ষেপ করতে শুরু করেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। যদিও কিছুদিন আগে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে একটি ক্যাঙারুর মৃত্যু হয়। যা নিয়ে গাফিলতির অভিযোগ ওঠে সাফারি পার্কের অধিকর্তার ওপর। এবং পার্কের অধিকর্তাকে বদলিও করা হয়। সুত্রে খবর, বন্য প্রাণীর বসবাস যোগ্য উপযুক্ত পরিকাঠামোর জন্য কাজ শুরু হয়েছে। পার্ক কর্তৃপক্ষ মনে করছে নতুন নতুন পশু পাখির আগমন হলেই পার্কের সোভা বাড়ার সাথে সাথে আয়ের পথ প্রশস্ত হবে।

Published On: 13 December 2022, 12:50 PM English Summary: New surprise in siliguri bengal Safari Park

Like this article?

Hey! I am Sukanta Santra . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters