লকডাউনে বাড়িতেই চিকিৎসা ব্যবস্থার সুবিধা, দেখুন 'আরোগ্য সেতু মিত্র' ওয়েবসাইটের খুঁটিনাটি

লকডাউন পরিস্থিতিতে চিকিৎসা সংক্রান্ত সুবিধা জনগণকে দিতে লঞ্চ করা হল আরোগ্য সেতু মিত্র ওয়েবসাইট৷ নীতি আয়োগের এই আরোগ্য সেতু মিত্র ওয়েবসাইটের মাধ্যমে যেমন অনলাইনে ওষুধ অর্ডার করা যাবে তেমনই ডোরস্টেপ ল্যাব টেস্ট-এর সুবিধাও রয়েছে৷ সেই সঙ্গে অনলাইনে ডাক্তারের পরামর্শও পেতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমেই৷ এর জন্য বাড়ির বাইরে বেরোতে হবে না৷

KJ Staff
KJ Staff

আরোগ্য সেতু অ্যাপ-এর পরে এবার নীতি আয়োগ নিয়ে এল আরোগ্য সেতু মিত্র ওয়েবসাইট৷ বাড়িতে বসেই চিকিৎসা, ওষুধ সংক্রান্ত বহু সুবিধাই এই ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে৷ এর জন্য বাইরে বেরোতে হবে না৷

এর উদ্দেশ্য কী?

করোনা সংক্রমণ প্রতিহত করতে একদিকে যেমন দেশব্যাপী লকডাউন চলছে তেমনই আক্রান্তদের চিকিৎসাও চলছে একই সঙ্গে৷ আর এই লকডাউন পরিস্থিতিতে চিকিৎসা সংক্রান্ত সুবিধা জনগণকে দিতেই এই ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে৷ নীতি আয়োগের এই আরোগ্য সেতু মিত্র ওয়েবসাইটের মাধ্যমে যেমন অনলাইনে ওষুধ অর্ডার করা যাবে তেমনই ডোরস্টেপ ল্যাব টেস্ট-এর সুযোগও রয়েছে৷ বাড়িতে থেকেই করোনা সংক্রান্ত টেস্টের সুবিধা রয়েছে এতে৷ সেই সঙ্গে অনলাইনে ডাক্তারের পরামর্শও পেতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমেই৷

কীভাবে ব্যবহার করবেন আরোগ্য সেতু মিত্র?

ব্যবহারকারীদের প্রথমে নিম্নে প্রদত্ত লিঙ্কে তিনটি বিভাগের মধ্যে যেটি প্রয়োজন তার ওপর ক্লিক করতে হবে৷ এই তিনটি বিভাগ হল, কনসাল্ট ডক্টর, হোম ল্যাব এবং ই ফারমাসি৷

কনসাল্ট ডক্টর- এই বিভাগে ই-সঞ্জিবনী ওপিডি, টাটা ব্রিজিটাল হেলথ, স্বাস্থ্য, স্টেপওয়ান, টেক মাহিন্দ্রা কানেক্টসেন্স টেলিহেলথ প্ল্যাটফর্ম-এর সঙ্গে যোগাযোগ করা যাবে৷ চ্যাট, কল অথবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইচ্ছুক ব্যক্তি যোগাযোগ করতে পারবেন চিকিৎসকের সঙ্গে৷

হোম ল্যাব টেস্ট বিভাগ- এই দ্বিতীয় বিভাগে পার্টনার হিসেবে যারা রয়েছে তারা হল- ডঃ প্যাথল্যাবস্, মেট্রোপলিস, এসআরএল ডায়াগনোস্টিক, থাইরোকেয়ার সহ আরও অনেকে৷ টেস্টের জন্য ব্যবহারকারীরা যেটিতে চান সেই অপশনে ক্লিক করে নির্দিষ্ট সংস্থা সম্পর্কে জানতে পারবেন এবং টেস্টের জন্য আবেদন করতে পারবেন৷

তৃতীয় বিভাগটি হল ই ফারমাসি- এই বিভাগ থেকে ব্যবহারকারীরা ওষুধ অর্ডার করতে পারবেন৷

পিএসএ এবং নীতি আয়োগের আওতায় এই আরোগ্য সেতু মিত্র ওয়েবসাইটটি কাজ করবে৷ তবে এইসব সুবিধা পেতে ওয়েবসাইটে রেজিস্টার করে নিজের পরিচয় দিতে হবে৷ দেশের ২৫টি শহরে এটি কাজ করবে৷

আরোগ্য সেতু মিত্র ওয়েবসাইটের লিঙ্ক- https://www.aarogyasetumitr.in/

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগেই করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে প্রচলন করা হয় আরোগ্য সেতু অ্যাপ৷ তবে ফরাসি নৈতিক হ্যাকার 'হোয়াইট হ্যাট' দাবি করে যে, করোনাভাইরাস ট্র্যাকিং অ্যাপ আরোগ্য সেতু-তে ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত নয়। এর উত্তরে বুধবার কেন্দ্রীয় সরকার, আরোগ্য সেতু অ্যাপ থেকে তথ্য ফাঁসের কোনও ভয় নেই বলে আশ্বস্ত করে৷

বর্ষা চ্যাটার্জি

Published On: 06 May 2020, 06:37 PM English Summary: Niti Aayog launches Aarogya Setu Mitr Website to provide free Covid-19 consultancy, medicine deliveries & home lab test

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters