বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হল আধার কার্ড। শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে রান্নাঘর সব জায়গাতেই এখন আধার কার্ডের প্রয়োজনীয়তা রয়েছে। এতদিন দেশের জনগণদের আধার কার্ড বাধ্যতামূলক ছিল কিন্তু এবার পশুদেরও আধার কার্ডের ব্যবস্থা করল কেন্দ্রীয় সরকার। পশুদের জন্যও এবার থেকে আধার কার্ড বাধ্যতামূলক। ইতিমধ্যেই মালদা জেলায় শুরু হয়েছে আধার কার্ডের নথিভুক্তকরণ। মালদা জেলা প্রাণিসম্পদ বিকাশ দফতরের পক্ষ থেকে গরু এবং ছাগলের কানে ১২ অক্ষরের ট্যাগ লাগানোর কাজ শুরু হয়েছে।
সাধারণ আধার কার্ডের মতই এই ১২ নম্বরের ট্যাগ কম্পিউটারে নথিভুক্ত করা হয়েছে। সেই সঙ্গে সেই গরু বা ছাগলের মালিকের নাম ঠিকানাসহ যাবতীয় তথ্য নথিভুক্ত করা হচ্ছে কম্পিউটারে। পশুদের আধার কার্ড বানানোর মূল লক্ষ্য হল যদি কোনও গরু হারিয়ে যায় সেক্ষেত্রে এই ট্যাগ নম্বরের সাহায্যে গরুর পরিচয় পাওয়া যাবে এবং তার মালিকের হাতে তুলে দেওয়া যাবে।
আরও পড়ুনঃ কিভাবে মাছ চাষের জন্য ঋণ পাবেন?
মালদা জেলা প্রাণিসম্পদ বিকাশ দফতরের অধিকর্তা জানান কেন্দ্রীয় সরকারের তরফে পশুদের আধার কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে। বিগত চার বছর ধরে মালদায় পশুদের কানে এই ১২ অক্ষরের ট্যাগ লাগানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাঁদের দফতরে মালিকের সমস্ত তথ্য পোর্টালে রাখা হচ্ছে। পশুদের এই ট্যাগ থাকলে সরকারি অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে। এছাড়াও পশুদের বিভিন্ন টিকা দেওয়া ইত্যাদি কাজ এই ট্যাগ নম্বর থাকলে অনেক সুবিধা হবে। বর্তমানে মালদায় ব্লু শিলা সিপি রোগের টিকা দেওয়া শুরু হয়েছে।
আরও পড়ুনঃ গরু, মহিষের জাত যা বছরে 2200 থেকে 2600 লিটার পর্যন্ত দুধ দেয়
Share your comments