আরও একবার পুলিৎজার সম্মানে ভূষিত হলেন দানিশ সিদ্দিকি

মরণোত্তর পুলিৎজার সম্মানে ভূষিত হলেন চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকি। এর আগে ২০১৮ সালে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য় দানিশ পুলিৎজার পেয়েছিলেন।

Saikat Majumder
Saikat Majumder
দানিশ সিদ্দিকি। ছবি: সংগৃহীত

মরণোত্তর পুলিৎজার সম্মানে ভূষিত হলেন চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকি। এর আগে ২০১৮ সালে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য় দানিশ পুলিৎজার পেয়েছিলেন। এই নিয়ে তাকে দ্বিতীয় বার পুলিৎজার পুরস্কারে ভূষিত করা হলো। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সে ফটোসাংবাদিক হিসেবে কাজ করতেন দানিশ। ভারতে করোনা পরিস্থিতির খবর সংগ্রহের জন্য তাকে এই সম্মাননা দেওয়া হলো।

এর আগে রোহিঙ্গাদের সংকটময় পরিস্থিতির ছবি তুলে ২০১৮ সালে প্রথম ভারতীয় হিসেবে দানিশ পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন । ২০২১ সালের ১৬ জুলাই কান্দাহারে আফগানিস্তানের বিশেষ বাহিনী ও তালেবানের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে নিহত হন দানিশ।

আরও পড়ুনঃ অবশেষে পদত্য়গ করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

এবছর দানিশ ছাড়াও করোনা মহামারির মধ্যে সংবাদ সংগ্রহের জন্য আদনান আবিদি, সান্না ইরশাদ মাট্টু এবং অমিত ডাভে-কেও পুলিৎজার পুরস্কারে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

রয়টার্সে ২০১০ সালে শিক্ষানবিশ ফটোসাংবাদিক হিসেবে যোগ দেন দানিশ সিদ্দিকি। এর ছয় বছরের মধ্যেই ইরাকের মসুলে যুদ্ধের ছবি তুলতে যান তিনি। ২০১৫ সালে নেপালের ভূমিকম্পের ছবিও তোলেন দানিশ।

২০১৯-২০ সালে হংকংয়ে বিক্ষোভ, ২০২০ সালে দিল্লির দাঙ্গার ছবি তুলেও প্রশংসিত হন এই চিত্র সাংবাদিক। ভারতের রয়টার্সের আলোকচিত্রী দলের প্রধান ছিলেন দানিশ।

আরও পড়ুনঃ 

সাংবাদিকতা, সাহিত্য ও সঙ্গীতের সর্বোচ্চ সম্মাননার পুরস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার। নিউইয়র্ক সিটিতে অবস্থিত কলম্বিয়া ইউনিভার্সিটির তরফে প্রতিবছর এ পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। স্থানীয় সময় সোমবার (৯ মে) পুলিৎজার পুরস্কার পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ এ পুরস্কার সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবেও খ্যাত।

Published On: 10 May 2022, 03:59 PM English Summary: Once again, Danish Siddiqui was awarded the Pulitzer Prize

Like this article?

Hey! I am Saikat Majumder. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters