১৭ই জানুয়ারি,ঝাড়বরগিলা, জলপাইগুড়ি
বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় ও জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগের (WBADMIP) আয়োজনে জলপাইগুড়ি জেলার প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের(DPMU) ব্যবস্থাপনায় এক দিনের প্রাথমিক মাছ চাষের প্রশিক্ষণ হয়ে গেল ঝাড়বরাগিলা গ্রামের প্রধানপাড়ায়। সর্ব মোট ৫২ জন মৎস চাষী এই "বৈজ্ঞানিক পদ্ধতিতে নিবিড় মিশ্র মূল মৎস চাষ" প্রশিক্ষণ শিবিরের অংশ গ্রহন করেন।
এই মৎস প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ দেন জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ শ্রী ইন্দ্রনীল ঘোষ এবং জেলা প্রজেক্ট ম্যানেজমেন্টর মৎস বিশেষজ্ঞ শ্রী বিশ্বজিৎ মোল্লা ।।
-অমরজ্যোতি রায় ([email protected])
Share your comments