উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ১৬ থেকে ২২শে অগাস্ট পর্যন্ত পারথেনিয়াম সতর্কতা সপ্তাহ পালন করা হল।
এই আলোচনায় প্রধানত পারথেনিয়ামের ক্ষতিকারক দিক এবং কিভাবে এর নির্মূল করা সম্ভব সেই বিস্তারিত ভাবে মন্ত্যব্য রাকা হয়। কৃষি বজ্ঞান কেন্দ্রের খামার এবং চারপাশের অংশে পারথেনিয়াম নির্মূল অভিযান হয়।
এদিন কৃষি বিজ্ঞানের তরফ থেকে দেবাশিস মাহাত বলেন পারথেনিয়াম শুধু উদ্ভিদের নয় মানব শরিরেও ক্ষতিকারক প্রভাব ফেলে। শ্বাসকষ্ট, চর্মরোগ ইত্যাদি দেখা যায়। তাই এই আগাছা গুলিতে ফুল আসার আগেই এদের নির্মূল করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের আধিকারিকরা এবং প্রগতিশীল কৃষকরা।
প্রিয় পৃষ্ঠপোষক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতাকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা। মানসম্পন্ন কৃষি সাংবাদিকতা সরবরাহ করা এবং গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং লোকদের কাছে পৌঁছানোর জন্য আমাদের আপনার সমর্থন দরকার।
প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।
Share your comments