অসমের প্রায় ৯ লক্ষ কৃষকের ব্যাঙ্ক লোনের ২৫% শোধ করার দায়িত্ব ( সর্বাধিক ২৫০০০ টাকা ) নিয়েছেন রাজ্যের বি জে পি সরকার। এই জন্য ৫০০ কোটী টাকার বিশেষ ব্যবস্থা করা হয়ছে, জানান অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। কিষাণ কার্ড নবীকরণ করতে ও নিষ্ক্রিয় অ্যাকাঊণ্ট চালু করতে প্রত্যেক কৃষক পাবেন ৩ হাজার টাকার সাহায্য।
কৃষকদের ঋণ মুকুব আসামে।
অসমের প্রায় ৯ লক্ষ কৃষকের ব্যাঙ্ক লোনের ২৫% শোধ করার দায়িত্ব ( সর্বাধিক ২৫০০০ টাকা ) নিয়েছেন রাজ্যের বি জে পি সরকার।
Published On: 17 March 2018, 04:22 AM
English Summary: Peasants' debt relief in Assam
Share your comments