পোষ্য প্রেমীদের জন্য সুখবর, এবার বাড়িতে বসেই করতে পারবেন রেজিস্ট্রেশন

একসময় পুরসভার পার্কে কুকুরদের যাওয়া নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিলো। আর ওই বিতর্কে সামিল হয়েছিল সমস্ত পোষ্যে প্রেমীরা। তাই এবার পোষ্য প্রেমীদের সমস্যার সমাধান করতে উদ্যোগ নিল কলকাতা পুরসভা।

KJ Staff
KJ Staff
পোষ্য প্রেমীদের জন্য সুখবর, এবার বাড়িতে বসেই করতে পারবেন রেজিস্ট্রেশন

কৃষিজাগরন ডেস্কঃ এবার থেকে আর কোথাও যেতে হবে না, বাড়িতে বসেই সেরে ফেলতে পারবেন আপনার প্রিয় পোষ্যের রেজিস্ট্রেশন। একসময় পুরসভার পার্কে কুকুরদের যাওয়া নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিলো। আর ওই বিতর্কে সামিল হয়েছিল সমস্ত পোষ্যে প্রেমীরা। তাই এবার পোষ্য প্রেমীদের সমস্যার সমাধান করতে উদ্যোগ নিল কলকাতা পুরসভা।

আপনার বাড়ির প্রিয় কুকুর হোক বা অন্য কোনো পোষ্যে প্রাণী, যার জন্য নিজের মুল্যবান সময় ব্যয় করে রেজিস্ট্রেশনের জন্য আর দৌড়াতে হবে না। রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য ল্যাপটপ না থাকলেও কোনো সমস্যা নেই, আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে সেরে ফেলতে পারবেন। কলকাতা পুরসভার এই উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন একাধিক পশু সংগঠন।

আরও পড়ুনঃ ডেঙ্গু রোগীদের এই অবস্থায় দান করতে হবে প্লেটলেট,জানুন কেন

এ প্রসঙ্গে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, এবার থেকে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে বাড়ির পোষ্যটির রেজিস্ট্রেশন করা যাবে। এক্ষেত্রে পোষ্যটির মালিক এর পরিচয় পত্র এবং পোষ্যের ভ্যাকসিন দেওয়া আছে কিনা তার তথ্য। এবার এই দুটি তথ্য অনলাইনে আপলোড করতে হবে কলকাতা পুরসভার ওই সাইটে। সঙ্গে আপনার প্রিয় পোষ্যেটির নাম নথিভুক্ত করতে হবে। ব্যাস তাহলেই সম্পন্ন হবে আপনার প্রিয় পোষ্যেটির রেজিস্ট্রেশন প্রক্রিয়া।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের প্রধান কৃষিজ ফসল গুলির আদর্শ অঞ্চল সমূহ

উল্লেখ্য, গত একবছরে কলকাতা পুরসভা পথ কুকুরদের টীকা করন করেছে সংখ্যাটা প্রায় ৮৪ হাজার। এছাড়াও ৪০ হাজারেরও বেশি কুকুরকে স্টেরিলাইজেশন করানো হয়েছে। এই সবকিছুর মাঝে গত কয়েক বছর মুশকিল হয়ে দাঁড়িয়েছিল পোষ্যের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। যা এবার থেকে অনেকটাই সহজ করে দিল কলকাতা পুরসভা। অনলাইনে পোষ্যের নাম নথিভুক্ত করন নিয়ে এক পশু প্রেমী, কলকাতা পুরসভাকে সাধুবাদ জানিয়েছেন।   

 

গতকাল অর্থাৎ শুক্রবার কলকাতায় সমস্ত হুক্কা বার নিষিদ্ধ করতে পুলিশকে আবেদন করেন মেয়র ফিরহাদ হাকিম। যুব সমাজকে বাঁচতে এই পদক্ষেপ বলে দাবি মেয়রের। এই বিষয়ে তিনি বলেন, হুক্কাতে কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, ফলে যুব সমাজের আসক্তি বাড়ছে। হুক্কার ধোঁয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তিনি আরও জানান আর নতুন করে হুক্কা বারের লাইসেন্স দেওয়া হবে না। এবং যাদের লাইসেন্স আছে তাদের বাতিল করা হবে।  

Published On: 03 December 2022, 12:09 PM English Summary: Pet register now you can be done online easily

Like this article?

Hey! I am KJ Staff . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters