বড়দিনে দেশবাসীকে উপহার মোদীর! দেওয়া হবে ১৫ ঊর্ধ্বদের টিকা, চালু হচ্ছে বুস্টার ডোজ

একেই করোনার প্রকোপ তারপর দোসর এখন ওমিক্রণ। দীর্ঘ ২ বছর ধরে করোনার সঙ্গে লড়ায় করছে গোটা বিশ্ব। দীর্ঘ যুদ্ধের পর অবশেষে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছিল গোটা বিশ্ব। আর ঠিক তারমধ্যেই নজর দিল ওমিক্রণ। এখন এই রোগের আতঙ্কে গোটা বিশ্ব। ভারতেও নজর লেগেছে ওমিক্রণ এর।

Rupali Das
Rupali Das

একেই করোনার প্রকোপ তারপর দোসর এখন ওমিক্রণ। দীর্ঘ ২ বছর ধরে করোনার সঙ্গে লড়ায় করছে গোটা বিশ্ব। দীর্ঘ যুদ্ধের পর অবশেষে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছিল গোটা বিশ্ব। আর ঠিক তারমধ্যেই নজর দিল ওমিক্রণ। এখন এই রোগের আতঙ্কে গোটা বিশ্ব। ভারতেও নজর লেগেছে ওমিক্রণএর। ইতিমধ্যেই মহারাষ্ট্র এবং রাজধানীতে বাড়ছে ওমিক্রণ আক্রান্তের সংখ্যা। এই দুই রাজ্যে ফেরা আনা হয়েছে বিধিনিষেধের তালিকা। দিল্লিতে আজ থেকে ফের শুরু হচ্ছে নাইট কারফিউ। পাশাপাশি শপিং মল, এবং বিভিন্ন দোকান বাজার খোলা নিয়ে জারি হয়েছে নিয়ম। বন্ধ হচ্ছে পার্ক, জিম, সুইমিং সেন্টার ইত্যাদি। এই অবস্থায় দেশবাসীর জন্য একটি ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ কৃষকদের অর্থনৈতিক স্বাস্থ্যের উন্নতিতে 'বুস্টার ডোজ' হতে পারে হলুদ, দ্বিগুণেরও বেশি রপ্তানি পাঁচ বছরে

গতকাল ছিল ২৫ শে ডিসেম্বর। আর বড়দিন উপলক্ষে দেশবাসীকে বড় উপহার দিলেন মোদীজি। ১৫ ঊর্ধ্বদের টিকা দেওয়ার ঘোষণা করলেন। পাশাপাশি  বুস্টার ডোজের, কথা উল্লেখ করেছেন তিনি। যাকে বলা হচ্ছে ‘প্রিকশন ডোজ’। আসুন জেনে নেওয়া যাক কি এই ‘প্রিকশন ডোজ’। এই ডোজ দেওয়া হবে যাদের ইতিমধ্যে ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া হয়ে গেছে। এই ডোজ আপাতত করোনা যুদ্ধে যারা প্রথম সারিতে সামিল আছেন তাঁরা এবং ষাটোর্ধ্ব ব্যক্তি যাদের কো-মর্বিডিটি রয়েছে তাঁরা পাবেন। তবে ষাটোর্ধ্ব ব্যক্তিদের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে ডোজ নেওয়ার ক্ষেত্রে। এই ডোজ নেওয়ার প্রক্রিয়া শুরু হবে আগামী বছর অর্থাৎ ২০২২ সালের ১০ই জানুয়ারি থেকে। আরও একটি বড় ঘোষণা মোদী সরকারের আর সেটি হল এবার ১৫ ঊর্ধ্বদের দেওয়া হবে টিকা। ২০২২ এর ৩রা জানুয়ারি থেকে শুরু হবে টিকাকরণ প্রক্রিয়া।

আরও পড়ুনঃ  ফের রাজ্যে বৃষ্টির চোখ রাঙানি! শীত থেকে বঞ্চিত বাংলা

উল্লেখ্য, এদিন প্রধানমন্ত্রী জানান, করোনার বিরুদ্ধে সমানতালে লড়ে যাচ্ছে দেশ। চলছে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া। আর করোনার বিরুদ্ধে লড়ায় করার আর একটি হাতিয়ার হল সমস্ত নিয়ম অক্ষরে অক্ষরে পালন করা। আরও বলেন দেশের প্রতিটি নাগরিকদের সহযোগিতায় ১৪১ কোটি ডোজ দেওয়া হয়েছে। প্রাপ্তবয়স্কদের মধ্যে ৬১ শতাংশ মানুষ ভ্যাকসিনের দুটি ডোজই পেয়েছেন। প্রায় ৯০ শতাংশ মানুষ অন্তত একটি ডোজ পেয়েছেন। অনেক রাজ্য কঠিন পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করেও ১০০ শতাংশ ভ্যাকসিনেশন সম্পূর্ণ করেছে।

Published On: 27 December 2021, 12:05 PM English Summary: Pm announced vaccination for 15 to 18 age and booster dose

Like this article?

Hey! I am Rupali Das. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters