আসন্ন নির্বাচনকে মাথায় রেখে মেঘালয় ও ত্রিপুরায় জোড় কদমে প্রচারে নেমে পড়েছে গেরুয়া শিবির। ভোটের আগে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনে আজ মেঘালয় এবং ত্রিপুরা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে এ-দিন দুই রাজ্যে ৬ হাজার ৮০০ কোটিরও বেশি টাকার প্রকল্প উদ্বোধনের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় শাশকদল। আবাসন, কৃষি, সড়ক, টেলিকম, তথ্য-প্রযুক্তি, পর্যটনের মতন একাধিক প্রকল্পের উদ্বোধনের কথা রয়েছে।
প্রাধনমন্ত্রীর দফতরের দেওয়া একটি বিবৃতিও অনুযায়ী, শিলংয়ে নর্থ ইস্টার্ন কাউন্সিলের সুবর্ণ জয়ন্তী উদযাপনে অংশ নেবেন মোদী। এই অনুস্থানে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এরপর রাজ্য কনভেনশন সেন্টারের একটি অনুষ্ঠানে থাকার কথা রয়েছে। এরপর আগরতলায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুই লাখেরও বেশি সুবিধাভোগীদের জন্য ‘গৃহ প্রবেশ’ কর্মসূচি চালু করার কথা রয়েছে। সমস্ত কর্মসূচী শেষ করে বিকেল ৪টে নাগাদ স্টেট গেস্ট হাউসে ত্রিপুরা বিজেপির কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদি।
আরও পড়ুনঃ ক্ষীরের মূর্তি থেকে নীল-সাদা রসগোল্লা, শহরজুড়ে শুরু মেসি বন্দনা
কিছুদিন আগেই শেষ হয়েছে গুজরাট, হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচন (Assembly Election)। গুজরাটে সরকার গড়লেও হিমাচল প্রদেশে ব্যর্থ হয়েছে গেরুয়া শিবির। তবে নতুন বছরের শুরুতেই নির্বাচনী সুর বেজে যাবে মেঘালয়, ত্রিপুরায়। এই দুই রাজ্যে নির্বাচনী মাটি শক্ত করতে আগে ভাগে প্রচারে নেমে পড়েছে কেন্দ্রীয় শাসক দল। আসন্ন ভোটের আগেই প্রায় ৬ হাজার ৮০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন হতে চলেছে স্বয়ং নরেন্দ্র মোদীর হাত ধরে। রাজনৈতিক মহলের মতে আসন্ন নির্বাচনে মানুষের আরও কাছে পৌঁছে যেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্ত নেওয়া বিষয়টি বিরাট একাটা মাস্টারস্ট্রোক বলা যেতে পারে।
Share your comments