কৃষিজাগরন ডেস্কঃ এক সময় চা বাগানে কাজ করতেন।নিজের হাতে তুলতেন চায়ের পাতা। সেখান থেকে রাজ্যসভার সাংসদ হওয়ার রাস্তাটা মোটেই মসৃন ছিল না।বরং কন্টকাকীর্ণ সেই পথ পেড়িয়ে রাজ্যসভায় সাংসদ হিসাবে শপথ নিয়েই কেন্দ্রের ‘বঞ্চনা’র বিরুদ্ধে সরব হলেন আলিপুরদুয়ারের সন্তান প্রকাশ চিক বরাইক।
২০০৬ সালে কুমারগ্রামের নিউল্যান্ডস চা বাগানে শ্রমিক হিসাবে কাজে যোগ দেন প্রকাশবাবু। তার পরেই সক্রিয় ভাবে তাঁর রাজনৈতিক যাত্রা শুরু হয়। তবে তৃণমূলে তাঁর রাজনৈতিক উত্থান হয় ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে।
আরও পড়ুনঃ প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমুল,বাদ শান্তা এবং সুস্মিতা,নতুন চমক!
২০২১-এ বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার জেলায় তৃণমূল সব কটি আসনে পরাজিত হয়। চা বলয়ের আদিবাসী নেতা বলে পরিচিত প্রকাশ চিক বরাইককে ওই বছর দলের জেলা সভাপতি করে তৃণমূল। এরপর আলিপুরদুয়ার জেলাতে পুরসভা নির্বাচনে শাসক দল সাফল্যের মুখ দেখে। এবারের পঞ্চায়েত নির্বাচনেও তিনিই ছিলেন শাসক দলের মুখ।এ বার সরাসরি তাঁকে রাজ্যসভার টিকিট দেয় রাজ্যের শাসক দল।
আরও পড়ুনঃ ‘অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছি’ দুর্যোগের দিন কি ঘটেছিল জানালেন মু্খ্যমন্ত্রী
ছাত্র জীবন থেকেই তিনি তৃণমূলের একনিষ্ঠ কর্মী ছিলেন। চা শ্রমিকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ৪৩ বছরের এই শ্রমিক নেতা। তাই রাজ্যসভার সদস্য হিসাবে শপথ গ্রহণের সময়ের সাক্ষী থাকতে এ দিন দিল্লিতে ছিলেন আলিপুরদুয়ার জেলার নানা স্তরের অন্তত ৭০ জন তৃণমূল নেতা কর্মী।
Share your comments