দেশ জুড়ে করোনার সুনামি। গত দুবছর ধরে দুটি ঢেউ পার করে এসে আবারও এক বড় যুদ্ধের সামনে দাঁড়িয়ে গোটা দেশ। আর এই যুদ্ধের প্রধান হাতিয়ার হল ভ্যাকসিন, এবং সরকার যে গাইডলাইন দিচ্ছে সেগুলি অক্ষরে অক্ষরে পালন করা। করোনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তাই আরও একটি হাতিয়ার নিয়ে হাজির মোদী সরকার। কিছুদিন আগেই তিনি ঘোষণা করেন ১৫ থেকে ১৮ বছরের টিকাকরণ এবং বুস্টার ডোজের। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ১৫ থেকে ১৮ বছরের টিকাকরণ। আর আগামী ১০ই জানুয়ারি থেকে শুরু হবে বুস্টার ডোজের টিকাকরণ। আগেই জানান হয়েছে এই টিকা নিতে পারবে প্রথম শ্রেণীর যোদ্ধারা, এবং যারা ৬০ বছরের বেশি এবং কো-মর্বিডিটি রয়েছে।
আরও পড়ুনঃ করোনার সুনামি দেশে! সপ্তাহান্তে কারফিউ জারি করল দিল্লি সরকার
তবে অনেকের মনে এই প্রিকশন ডোজ নেওয়ার জন্য আবারও কি কোউইনে (CoWIN) নাম রেজিস্টার করতে হবে? সেই উত্তর দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। যাঁরা করোনা টিকার তৃতীয় ডোজ বা প্রিকশন ডোজ নিতে চান তাঁদের আর নতুন করে কোউইন পোর্টালে রেজিস্টার করতে হবে না। স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, যারা করোনার তৃতীয় ডোজ নিতে ইচ্ছুক তাঁরা সরাসরি যে কোনও টিকাকরণ কেন্দ্রে গিয়ে নাম নথিভুক্ত করতে পারেন। আজ এই সংক্রান্ত সমস্ত তথ্য জানান হবে কেন্দ্রের তরফ থেকে।
এই টিকা নেওয়ার ক্ষেত্রে আরও একটি নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। টিকা নেওয়ার ক্ষেত্রে মিক্স অ্যান্ড ম্যাচ করা যাবে না। অর্থাৎ যদি কেও কোভ্যাকসিন নিয়ে থাকেন আগের দুটি ডোজে তাহলে এই বারেও তাঁকে কোভ্যাকসিন নিতে হবে। আবার কোভিশিল্ড নিলে তাঁকে ওই ভ্যাকসিনই নিতে হবে তৃতীয় ডোজ হিসেবে। প্রিকশন ডোজ নেওয়ার ক্ষেত্রে কেন্দ্রের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে ৬০ বছরের উর্ধ্বে যাদের কো-মর্বিডিটি রয়েছে তাঁরা পাবে এই ডোজ। তাঁদের ক্ষেত্রে টিকা নিতে যাওয়ার সময় টিকাকেন্দ্রে কো-মর্বিডিটি সংক্রান্ত কোনোও প্রেসক্রিপশন দেখাতে হবে না। আগে ডাক্তারের কাছে পরামর্শ করুন তারপর ডোজ নিন। দ্বিতীয় ডোজের ৩৯ সপ্তাহ পর নিতে পারবেন তৃতীয় ডোজ।
আরও পড়ুনঃ শুরু ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ! রাজ্যে স্কুল বন্ধ হলেও স্কুলেই চলবে টিকাকরণ প্রক্রিয়া