কৃষিজাগরন ডেস্কঃ দেশ জুড়ে সরকারের তরফ থেকে নুন্যতম সমর্থন মূল্যে ধান, ডাল, তৈলবীজ কেনার প্রক্রিয়া শুরু হয়েছে।তথ্য অনুযায়ী,গত বছরের তুলনায় ধান সংগ্রহের পরিমান বেড়েছে প্রায় ১২ শতাংশ । দ্রুত ধান সংগ্রহ হচ্ছে, তাই ধান সংগ্রহের পরিমান আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
সঠিক সময়ে ধানের সঠিক মূল্য পেয়ে কৃষকরাও খুশি। সরকার ন্যূনতম সমর্থন মূল্য বাড়ানোর পর এখন কৃষকরাও তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে আগ্রহী হচ্ছেন।এমএসপিতে ধান কেনার ৪৮ ঘন্টার মধ্যে সমস্ত কৃষকদের প্রাপ্য অর্থ প্রদান করা হচ্ছে। একই সঙ্গে খাদ্যশস্যের নিরাপত্তার কথা ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সরকার পক্ষও।
আরও পড়ুনঃ গমের উৎপাদন ব্যাপক বৃদ্ধি, ৫ গুন বেড়ে হল ৭.৫৬ লাখ হেক্টর
ধান সংগ্রহের বিষয়ে, খাদ্য মন্ত্রক ১লা নভেম্বর পর্যন্ত যে তথ্য প্রদান করেছে, তাতে বলা হয়েছে চলতি খরিফ মরসুমে ৩১শে অক্টোবর পর্যন্ত সরকারি কেন্দ্রে ধান সংগ্রহ ১২ শতাংশ বেড়ে ১৭০.৫৩ লক্ষ টন হয়েছে। যেখানে গত বছর এই সংখ্যা ছিল মাত্র ১৫২.৫৭ লাখ টন।
এমএসপিতে ধান সংগ্রহের বিষয়ে পাঞ্জাব, হরিয়ানা এবং তামিলনাড়ু অন্য বছরের তুলনায় এবছর অনেকটাই এগিয়ে আছে। এ বছর সরকার ৭৭১.২৫ লক্ষ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও দ্রুত ধান সংগ্রহের কারণে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান কেনা যাবে বলে মনে করা হচ্ছে। গত বিপণন মৌসুমে সরকার থেকে মোট ৭৫৯.৩২ লক্ষ টন ধান সংগ্রহ করা হয়েছিল।
ন্যূনতম সমর্থন মূল্যে ধান বিক্রি করা রাজ্যগুলির মধ্যে পাঞ্জাবের কৃষকরা সবচেয়ে এগিয়ে রয়েছে৷ ১লা নভেম্বরের পরিসংখ্যান অনুযায়ী পাঞ্জাবে এখনও পর্যন্ত ১০৭.২৪ লক্ষ টন ধান সংগ্রহ করা হয়েছে।যা গত বছরের তুলনায় অনেকটাই বেশি। ১লা নভেম্বর পর্যন্ত ৯৯ লক্ষ ১২ হাজার টন ধান সংগ্রহ করা হয়েছিল।
এই তালিকায় দুই নম্বরে উঠে আসছে হরিয়ানার নাম। রাজ্যে ১লা নভেম্বর পর্যন্ত ৫২.২৬ লক্ষ টন ধান সংগ্রহ করা হয়েছে। যা গত বছরের তুলনায় অনেকটাই বেশি। গতবছর ধান সংগ্রহ ৪৮.২৭-এ সীমাবদ্ধ ছিল।
আরও পড়ুনঃ এই কীটনাশকগুলি ভারতে সম্পূর্ণ নিষিদ্ধ হতে চলেছে,ভুল করেও ব্যবহার করবেন না
ধান সংগ্রহের ক্ষেত্রে তিন নম্বরে উঠে আসছে তামিলনাড়ুর নাম। রাজ্যে, এখনও পর্যন্ত ধান সংগ্রহের পরিমান, ৭.৯০ লক্ষ টন। যেখানে গত বছর ১লা নভেম্বর পর্যন্ত ১.৭৭ লক্ষ টন ধান সংগ্রহ করা গিয়েছিল।
এ বছর উত্তরপ্রদেশে আবহাওয়া ধান চাষের ক্ষেত্রে খুব খারাপ প্রভাব ফেলেছে।অনেক জেলায় ফসল নষ্ট হয়ে যাওয়ার কারনে ফলনে হ্রাস ঘটেছে।এ কারণে এখন ধান সংগ্রহে পিছিয়ে পড়েছে উত্তরপ্রদেশ।
এই তালিকায় রয়েছে হিমাচলের নামও।১লা নভেম্বর পর্যন্ত রাজ্যে ৩৩.৬৬ হাজার টন ধান সংগ্রহ করা হয়েছে। গত বছর রাজ্য থেকে ৮৩.৭৭ হাজার টন ধান কেনা হয়েছিল।
Share your comments