ভারতীয় রেলে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ। মাধ্যমিক পাশ করে থাকলে এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। অ্যাপ্রেন্টিশিপ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দক্ষিণ-পূর্ব সেন্ট্রাল রেলওয়ে দপ্তরের দপ্তরের তরফ থেকে। ট্রেনিং চলাকালীন প্রার্থীরা প্রতিমাসে স্টাইপেন্ড পাবেন। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবেন।
প্রশিক্ষণের নাম:
অ্যাপ্রেন্টিশিপ (Apprenticeship)
প্রশিক্ষণের সময়সীমা:
১ বছর।
শূন্যপদ:
COPA- ৯০টি, স্টেনোগ্রাফার (ইংরেজি)- ১৫ টি, স্টেনোগ্রাফার (হিন্দি)- ১৫ টি, ফিটার- ১২৫ টি, ইলেকট্রিশিয়ান- ৪০টি, ওয়্যারমান- ২৫টি, ইলেকট্রনিক মেকানিক- ৬টি, RAC মেকানিক- ১৫টি, ওয়েল্ডার- ২০ টি, প্লাম্বার- ৪টি, পেইন্টার- ১০টি, কার্পেন্টার- ১৩ টি, Machinist- ৫টি, Turner- ৫টি, সিট মেটাল ওয়ার্কার- ৫টি, Draughtman/ সিভিল- ৪টি, গ্যাস কাটার- ২০টি,
ড্রেসার- ২টি, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান প্যাথলজি- ৩টি, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান কার্ডিওলজি- ২টি, মেকানিক মেডিকেল ইকুইপমেন্ট ফর হসপিটাল এন্ড অকুপেশনাল হেলথ সেন্টার- ১টি, ডেন্টাল ল্যাব টেকনিশিয়ান- ২টি, ফিজিওথেরাপি টেকনিশিয়ান- ২টি, হসপিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট টেকনিশিয়ান- ১টি, রেডিওলজি টেকনিশিয়ান- ২টি।
আরও পড়ুন - Krishak Special Train: রাজ্যে হাওড়া ডিভিশনে চালু হচ্ছে কৃষক স্পেশাল ট্রেন
বয়স(Age):
০১/০৭/২০২১ তারিখে প্রার্থীর বয়স অবশ্যই ১৫ হতে হবে এবং ২৪ বছর পূর্ণ হওয়া যাবে না। SC/ ST প্রার্থীরা ৫ বছরের, OBC প্রার্থীরা ৩ বছরের এবং PWD/ এক্স সার্ভিসম্যানের প্রার্থীরা ১০ বছরের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা(Educational qualification):
মাধ্যমিক পাশ সঙ্গে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ।
স্টাইপেন্ড:
প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাবেন। অ্যাপ্রেন্টিশিপ নিয়োগের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।
আবেদন পদ্ধতি(Application procedure):
প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য প্রয়োজনীয় ওয়েবসাইট হলো https://apprenticeshipindia.org/
আবেদন করার শেষ তারিখ(Last date):
ইচ্ছুক প্রার্থীদের জন্য আবেদন করার শেষ তারিখ হলো ১০/১০/২০২১
অফিসিয়াল ওয়েবসাইট দেখার লিংক(Official website):
ইচ্ছুক প্রার্থীরা আবেদন বিষয়ের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন, https://secr.indianrailways.gov.in/
আরও পড়ুন - WB Durgapuja 2021: কেমন হবে একুশের দুর্গাপুজো? দেখে নিন নিয়মবিধি