এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 26 August, 2020 3:16 PM IST
Indian Post Office

অতিমারির এই দুঃসময়ে চাকরির বিজ্ঞপ্তি যেন আঁধারে আলোর দিশা। এবার সেই দিশা দেখাচ্ছে ইন্ডিয়ান পোস্ট অফিস। ১৫ হাজারেরও বেশি শূন্যপদে বিভিন্ন রাজ্যে নিয়োগের বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশ করেছে ডাক বিভাগ। ৫৮ টি গ্রামীণ ডাক সেবক, এমটিএস, ডাক সহকারী, পোস্টম্যান ও অন্যান্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনের সময়সীমা ৩০ শে অগস্ট পর্যন্ত। এই আবেদন অনলাইনে ডাকঘরের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে করা যাবে। তাই আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা প্রদত্ত সময়সীমার আগে আবেদন করুন।

মোট শূন্য পদ: ১৫৮০০ টি

বিভিন্ন পদে প্রার্থী নেওয়া হবে।

যোগ্যতা -

আবেদনকারীকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।

বয়স -

আবেদনকারীর বয়স সর্ব নিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন -

পদের উপর নির্ভর করে মাসিক বেতন ২৫০০০ থেকে ৬৩০০০ টাকা পর্যন্ত।

আবেদন ফি বাবদ মূল্য -

জেনারেল ও ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ধার্য করা হয়েছে ৪০০ টাকা। তপশিলি জাতীয় ও উপজাতিদের জন্য এই মূল্য ৩৫০ টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতি -

প্রার্থী বাছাই হবে অনলাইনে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে।

 

সূত্র – বাংলা হিন্দুস্তান টাইমস

Image source – Google

Related link - (Subsidize Power Tiller) পাওয়ার টিলারে এখন পাবেন ৫০ শতাংশ ভর্তুকি, কৃষকের হবে দ্বিগুণ সাশ্রয়

(Cultivator) কাল্টিভেটর ব্যবহার করে পান ফসলের উচ্চ ফল

English Summary: Recruitment for 15600 posts - Post Office job vacancy
Published on: 26 August 2020, 03:16 IST