কালো গম স্বাস্থ্যের জন্য উপকারী, জেনে নিন এর বিশেষত্ব হলুদ চাষের উন্নত পদ্ধতিঃ শিখে নিলেই ইনকাম হবে দ্বীগুন নারী মৎস্যজীবীদের ক্ষমতায়ন: সুন্দরবনের কুলতলীতে মহিলা মৎস্যজীবী দিবস
Updated on: 17 March, 2021 1:15 PM IST
Job Post (Image Credit - Google)

বনদপ্তরে কর্মী নিয়োগ সম্পর্কিত সমস্ত তথ্য গুলি নীচে পরপর উল্লেখ করা হলো। আপনাদের জানিয়ে রাখি এই নিয়োগ প্রক্রিয়াটি ভারতের ‘পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রক’-এর তত্ত্বাবধানে সম্পন্ন করা হবে।

কেন্দ্রীয় বনদপ্তরে লোক নিয়োগ করার জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিটিতে বেশ কয়েকটি পদে নিয়োগ করার জন্য প্রয়োজনীয় বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে। অর্থাৎ কোন কোন পদে লোক নিযুক্ত করা হবে, তাদের  বেতন কত দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে ইত্যাদি।

আবেদনের মাধ্যম (Application Procedure) -

আবেদনকারীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।

নিয়োগকৃত পদ ও বেতন সংক্রান্ত বিশদ -

(১) টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট (Technical Assistant)

বেতন-  পে লেভেল প্রতি মাসে ২৯,২০০-৯২,৩০০ টাকা বেতন দেওয়া হবে। 

শিক্ষাগত যোগ্যতা - 

স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রি বিষয় নিয়ে B.Sc এর ডিগ্রি অথবা আগ্রিকালচার বিষয় নিয়ে B.Sc এর ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা-  ২১-৩০ বছরের মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে।   

শুন্যপদ-  ৩ টি।

(২) টেকনিশিয়ান (Technician) -

বেতন - পে লেভেল অনুযায়ী প্রতি মাসে ১৯,৯০০-৬৩,২০০ টাকা বেতন দেওয়া হবে। 

শিক্ষাগত যোগ্যতা - এই পদের জন্য আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে এবং সেই সঙ্গে ইলেকট্রিশিয়ান ট্রেডের আই.টি.আই কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা-  ১৮-৩০ বছরের মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে।         

শুন্যপদ- ২ টি।

(৩) লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk) -

বেতন - পে লেভেল অনুযায়ী প্রতি মাসে ১৯,৯০০-৬৩,২০০ টাকা বেতন দেওয়া হবে। 

শিক্ষাগত যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। সেই সঙ্গে কম্পিউটারে প্রতি মিনিটে ৩০ টি ইংরেজি শব্দ টাইপ করতে এবং প্রতি মিনিটে ২৫ টি হিন্দি শব্দ টাইপ করতে পারতে হবে।

বয়সসীমা-  ১৮-২৭ বছরের মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে।        

শুন্যপদ-  ৪ টি।

আরও পড়ুন - NABARD রিক্রুটমেন্ট ২০২১: নাবার্ড স্পেশালিষ্ট কনস্যালট্যান্ট, বহু পদে নিয়োগ, দেখুন আবেদন পদ্ধতি

(৪) ফরেস্ট গার্ড (Forest Guard) -

বেতন - পে লেভেল  অনুযায়ী প্রতি মাসে ১৯,৯০০-৬৩,২০০ টাকা বেতন দেওয়া হবে। 

শিক্ষাগত যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় এই পদের জন্য আবেদন করতে পারা যাবে।

বয়সসীমা – ১৮-২৭ বছরের মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে।                    

শুন্যপদ- ১ টি।

(৫) মাল্টি টাস্কিং স্টাফ (Multi Tasking Staff) - 

বেতন - পে লেভেল অনুযায়ী প্রতি মাসে ১৯,৯০০-৬৩,২০০ টাকা বেতন দেওয়া হবে।

বয়সসীমা – ১৮-২৮ বছরের মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে।

সমস্ত পোষ্টের ক্ষেত্রে SC, ST এবং OBC শ্রেনির আবেদনকারীরা বয়সের ক্ষেত্রে সরকারী নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবে।

বয়স ধার্য করা হবে ২২ শে এপ্রিল ২০২১ অনুযায়ী।      

শুন্যপদ-  ৪ টি।

আবেদন ফিঃ

জেনারেল ও ওবিসি –দের ক্ষেত্রে আবেদন ফি লাগবে ৪৫০ টাকা এবং SC, ST, PWD ও মহিলা আবেদনকারীদের ক্ষেত্রে আবেদন ফি জমা করতে হবে ১৫০ টাকা।  

গুরুত্বপূর্ণ তারিখ:

আবেদন শুরুঃ  ২৩ শে মার্চ, ২০২১ থেকে ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবে।

আবেদন শেষঃ  ২২ শেএপ্রিল, ২০২১ তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে।

আবেদন পদ্ধতিঃ

২৩ শে মার্চ, ২০২১ তারিখ থেকে অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়ে যাবে, তারপর আবেদন করা যাবে।

আরও পড়ুন - আপনি কি ব্যাংকে চাকরি খুঁজছেন? রাজ্যের এই ব্যাংকে চলছে প্রার্থী নিয়োগ, দেখুন আবেদন পদ্ধতি

English Summary: Recruitment in Forest Department, see the application procedure
Published on: 17 March 2021, 01:15 IST