(WB Govt job) ১২০০ শূন্য পদ, রাজ্য সরকারের কৃষি প্রযুক্তি সহায়ক পদে নিয়োগ

(WB Govt job) আপনি কি কৃষিক্ষেত্রে চাকরি খুঁজছেন? সূত্র অনুযায়ী, শীঘ্রই রাজ্য সরকারের কৃষি বিভাগে নিয়োগ শুরু হবে। 'কৃষি প্রযুক্তি সহায়ক' পদে প্রায় ১২০০ শূন্য পদে নিয়োগ করা হবে। ২০২১ সালের শুরুতেই এই বিভাগে আবেদন করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

KJ Staff
KJ Staff
Agricultural job
Job post, 2020

আপনি কি কৃষিক্ষেত্রে চাকরি খুঁজছেন? সূত্র অনুযায়ী, শীঘ্রই রাজ্য সরকারের কৃষি বিভাগে নিয়োগ শুরু হবে। 'কৃষি প্রযুক্তি সহায়ক' পদে প্রায় ১২০০ শূন্য পদে নিয়োগ করা হবে।  

আগামী বছর অর্থাৎ ২০২১ সালের শুরুতেই এই বিভাগে আবেদন করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা -

১) আবেদনকারীকে যে কোন শাখায় উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে।

২) গ্র্যাজুয়েট ও পোস্ট-গ্র্যাজুয়েট উত্তীর্ণ যারা তারাও এই পদের জন্য আবেদন করতে পারবেন।

৩) প্রার্থীদের বাংলা ভাষায় দক্ষতা থাকা আবশ্যিক।

আবেদনের বয়সসীমা –

আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বিশেষ শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

নিয়োগ পদ্ধতি -

কৃষি প্রযুক্তি সহায়ক পদে পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে দুটি পর্যায়ে পরীক্ষার মাধ্যমে। এই বাছাই করবে 'পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন'। ইংরেজি, ম্যাথ ও জেনারেল স্টাডিজ্‌ – এই তিনটি বিষয়ে ১২০ নম্বরের প্রথম পর্যায় এবং দ্বিতীয় পর্বে অন্য বিষয়ে ৩০ নম্বরের পরীক্ষা হবে।

বেতন - 

পদের উপর নির্ভর করে নিয়োগকৃত ব্যক্তির বেতন ধার্য করা হবে - ৫,৪০০ - ২৫,২০০ টাকা।

Image source - Google

Related link - (WBPSC Recruitment 2020), ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসে নিয়োগের বিজ্ঞপ্তি, দেখুন আবেদন পদ্ধতি

Published On: 10 December 2020, 12:01 PM English Summary: 1200 vacant posts, appointment to the post of Agricultural Technology Assistant in the State Government

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters