রাজ্যে (পশ্চিমবঙ্গ) স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বেলুড় রামকৃষ্ণ মিশনের অধীনস্থ জয়রামবাটির রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠ বিদ্যালয় থেকে। অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে করা যাবে আবেদন। নিয়োগ করা হবে কোতুলপুরের জয়রামবাটির রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে (বিষ্ণুপুর, ডিস্ট্রিক্ট বাঁকুড়া, পশ্চিমবঙ্গ)। আবেদনকারীদের জন্য বিশেষ সুখবর হল B.Ed বা D.El.Ed কোর্স ছাড়াই আবেদন করা যাবে শিক্ষক পদে। স্কুলে বিভিন্ন বিষয় ভিত্তিক পদে শিক্ষক নিয়োগ করা হবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদন করা যাবে 31 ডিসেম্বর , 2020 পর্যন্ত । WES CONS হাজার 3 . f WBSSC পরিবর্তন , বিক ২ ERHACEN E Google পদের নাম- শিক্ষক ।
শূন্য পদের বিবরণ -
গণিত , ইংরেজি , ইতিহাস , ভূগোল এবং পিওর সাইন্স ইত্যাদি বিষয়ে প্রার্থী আবেদন জানাতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা –
উপরোক্ত বিষয়গুলিতে আবেদনের জন্য আবেদনকারীর ৬০ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী বা মাস্টার ডিগ্রী থাকা বাধ্যতামূলক।
উপরে উল্লিখিত বিষয় ছাড়া আরও যে বিষয়ের জন্য প্রার্থী আবেদন করতে পারবেন –
১) পদের নাম - কম্পিউটার শিক্ষক
শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদন করতে হলে বিসিএ/এমসিএ/কম্পিউটার সায়েন্সে বিএসসি ডিগ্রি অথবা কম্পিউটারে ডিপ্লোমা ডিগ্রি থাকা আবশ্যক।
২) পদের নাম- ইলেকট্রনিক্স
শিক্ষাগত যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকা আবশ্যক।
৩) পদের নাম- সঙ্গীত শিক্ষক
শিক্ষাগত যোগ্যতা- ভারতীয় সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীতে দক্ষ হতে হবে ।
৪) পদের নাম - ফাইন আর্টস শিক্ষক –
শিক্ষাগত যোগ্যতা- ফাইন আর্টস বিষয়ে ডিপ্লোমা অথবা ডিগ্রী কোর্স পাশ
৫) পদের নাম - ক্রীড়া শিক্ষক
শিক্ষাগত যোগ্যতা – খেলাধূলায় দক্ষ হতে হবে। বিপিএড ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাবেন।
কারা আবেদন করতে পারবেন –
পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ - মহিলা সকলেই আবেদন করতে পারবেন ।
আবেদনপত্র সরাসরি স্কুলে জমা দিতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর বায়োডাটা সহ সাইটে উল্লিখিত প্রয়োজনীয় নথি সংযুক্ত করে যে পদের জন্য আবেদন করছেন তা খামের উপরে উল্লেখ করে জমা দিতে হবে এই ঠিকানায় - Ramakrishna Mission Sarada Vidyapith , P.O.- Joyrambati , P.S.- Kotulpur . S.D. Bishnupur Dist.- Bankura, PIN- 722161
বিশেষ দ্রষ্টব্য –
আবেদনপত্র জমা দেওয়ার তারিখ ও সময় –
৩১ শে ডিসেম্বর সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ।
আবেদন পত্র ডাউনলোড করতে লগ ইন করুন - www.rkmsvjoyrambati.in
বিশদে জানতে লগ ইন করুন - http://www.rkmsvjoyrambati.in/index.php
আরও পড়ুন - পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBCS) বিভিন্ন পদে নিয়োগ, দেখুন আবেদন পদ্ধতি (Govt Job Recruitment)
Share your comments