রাহুল সামন্ত, বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের হাটবাড়ী গ্রামের একজন চাষী। এবছর রাহুলবাবুর ৪ বিঘা (১.৩৩ একর) জমির ধানে ধ্বসা রোগে আক্রান্ত হয়েছিল। রাহুলবাবু সেই সময় কিছু করতে পারছিলেন না। হঠাত্, একদিন তিনি সংবাদপত্রে রিলায়্যান্স ফাউন্ডেশনের টোল ফ্রী নম্বরটা পেয়ে ফোন করেন এবং তিনি তার সমস্যার কথা জানান, তারপর রিলায়েন্স ফাউনন্ডেশন-এর পক্ষ থেকে একটা অডিও কনফারেন্স এর ব্যবস্থা করা হয় এতে উনি অংশ গ্রহন করেন এবং কৃষি বিশেষজ্ঞকে উনার সমস্যার কথা জানান।
তার গ্রামের অনেকেরই এই অসুবিধা দেখা যাচ্ছিল এবং যারা এই কনফারেন্সে ছিলেন তাদের সকলকেই রিলায়্যান্স ফাউন্ডেশনের কৃষি বিশেষজ্ঞ একে একে উত্তর দেন। তাদেরকে বিশেষজ্ঞ স্যার বলেন প্রপিকনাজোল বা হেক্সাকোনাজল ১.৫ মিলি প্রতি লিটার জলে গুলে জমিতে স্প্রে করতে ও সেই সঙ্গে জমি থেকে জল বের করে দিতে। তারা বিশেষজ্ঞ স্যারের পরামর্শ মতো কাজ করেন, এতে রাহুলবাবুর ৪ বিঘা ধান নষ্টের হাত থেকে রক্ষা পায় এবং তার সাথে গ্রামের বাকী চাষিদের ১৫০ বিঘা (৫০ একর) মতো জমির ধান ক্ষতির হাত থেকে রক্ষা পায়। এরপর রাহুলবাবু রিলায়েন্স ফাউন্ডেশনের নিঃশুল্ক সহায়তা নম্বর ১৮০০-৪১৯-৮৮০০ তে ফোন করে ধন্যবাদ জানান ও যেকোন সমস্যায় ফোন করে পরামর্শ নেন।
Share your comments