করোনা আক্রান্ত প্রবীণ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তিনি বাড়িতে নিভৃতবাসে রয়েছেন। গত ২ জানুয়ারি বইমেলা উদ্বোধনের জন্য মালদা গেছিলেন তিনি। বাড়ি ফিরে আসার পর শারীরিক দুর্বলতা বোধ করতে শুরু করেন। সঙ্গে দেখা দেয় সর্দি কাশি। দেরি না করে করোনা পরীক্ষা করান তিনি । শেষমেশ করোনা থেকে মুক্তি পেলেন না আশি পেরোনো কিংবদন্তি সাহিত্যিক। এদিন তাঁর রিপোর্টে কোভিড পজিটিভ এসেছে।
করোনায় আক্রান্ত হওয়ার খবর নিজেই জানিয়েছেন বর্ষীয়ান সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এইমুহূর্তে নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি । গত ২ জানুয়ারি মালদা বইমেলা উদ্বোধনে গিয়েছিলেন এই প্রবীণ সাহিত্যিক। মেলা স্থগিত হওয়ার পর কলকাতা ফিরে আসেন তিনি। সেদিন রাত থেকেই তাঁর সর্দি-কাশি সহ শারীরিক দুর্বলতা শুরু হয়। পরবর্তীতে পরীক্ষা করানোর পর তাঁর রিপোর্ট পজিটিভ আসে।
আরও পড়ুন ঃ
করোনা এবং ওমিক্রনের জোড়া ফলায় বিদ্ধ গোটা দেশ। মঙ্গলবার, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ০৬৩ জন। তাৎপর্যপূর্ণভাবে কোভিডে সংক্রমণের হার কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় কোভিডে প্রাণ হারিয়েছেন ২৭৭ জন। অন্যদিকে, কোভিডের নয়া প্রজাতি ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,৪৬১ জন।
আরও পড়ুনঃ
Share your comments