কৃষিজাগরণ ডেস্কঃ আর মাত্র কয়েকটা দিন বাকি। তার পরই বেজে উঠবে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের দামামা। ইতিমধ্যে রথে জন বিশ্বাস যাত্রার মাধ্যমে বিজেপির প্রচারে সুর বেঁধে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ বার বাংলার দুই শীর্ষ বিজেপি নেতার ডাক এল ত্রিপুরায়। এক জন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অপর জন, অধুনা বিজেপির তারকা প্রচারক এবং নেতা মিঠুন চক্রবর্তী।
মঙ্গলবারই শুভেন্দু–মিঠুন রওনা দেবেন ত্রিপুরায়। যদিও তাঁদের কর্মসূচি আলাদা থাকছে। এই রাজ্যের বিরোধী দলনেতা ওই রাজ্যে কোন বার্তা দেন সেদিকে লক্ষ্য রাখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃ G-20 সম্মেলনের উদ্বোধনে বিভেদ ভুলে ঐক্যের ডাক দিলেন মুখ্যমন্ত্রী
বিজেপি সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৯টায় আগরতলা বিমানবন্দরে পৌঁছে যাবেন শুভেন্দু অধিকারী। এরপর ঠাসা কর্মসূচি। প্রাতঃরাশ সেরে সোজা চলে যাবেন গোমতী জেলায়। সেখানে বাগমায় ‘বিজয় সংকল্প সভা’য় পড়শি রাজ্যের দলীয় কর্মী ও সমর্থকদের চাঙ্গা করতে ভোকাল টনিক দেবেন নন্দীগ্রামের বিধায়ক। এরপর চলে যাবেন চারিলামে। সেখানে ‘জন বিশ্বাস যাত্রা’য় পা মেলাবেন শুভেন্দু। তারপর বিশালগড়ে আরও একটি ‘জন বিশ্বাস যাত্রা’য় অংশগ্রহণের কথা রয়েছে তাঁর।
অন্য দিকে, মঙ্গলবার সন্ধ্যায় ৭টার সময় আগরতলা বিমানবন্দরে পৌঁছনোর কথা মিঠুনের। ওই দিন আর কোনও সভা থাকছে না তাঁর। পর দিন অর্থাৎ, বুধবার তেলিয়ামুড়ায় বিজয় সঙ্কল্প মিছিলে উপস্থিত থাকবেন তিনি। মধ্যাহ্নভোজের পর মজলিশপুর মণ্ডলে ‘জন বিশ্বাস র্যালি’তে থাকবেন বিজেপির এই তারকা নেতা।
পাশাপাশি, মঙ্গলবার সন্ধ্যায় ৫টায় কিল্লারে থাকবেন দুপুর ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। যদিও, ৩ নেতার একত্রে কোনও সভা নেই।
আরও পড়ুনঃ আসানসোলে বড় দুর্ঘটনা, ভেঙে পড়ল অবৈধ কয়লা খনি; 25 জন শ্রমিক আটকে পড়ার আশঙ্কা
প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে হাই ভোল্টেজ নন্দীগ্রাম থেকে খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিধায়ক হয়েছেন শুভেন্দু অধিকারী। হয়েছেন বঙ্গ বিধানসভার বিরোধী দলনেতাও। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের যথেষ্ট ভরসার পাত্র তিনি। এবার তাই পড়শি রাজ্যেও ভোটের আগে ডাক পড়েছে শুভেন্দুদের
Share your comments