এরিয়া ইনডারট্রি ধান চাষে কীট নিয়ন্ত্রণে নতুন পরিবেশ বান্ধব প্রযুক্তির সোলার লাইট ট্র্যাপ বা ফাঁদ চাষীদের জন্য নিয়ে এসেছে। এই পরিবেশ বান্ধব ফাঁদে একটি সোলার প্যানেল থাকছে যা সকালে সূর্য্যালোকে শক্তি সঞ্চয় করে রাতে আপনা আপনি জ্বলতে থাকে। ফলে আলোতে আকৃষ্ট হয়ে ধানের মাজরা পোকার পূর্ণাঙ্গ মথ আসবে। আর এই ফাঁদটির নিচে একটি পাত্রে কেরোসিন বা কীটনাশক জল রাখার ব্যবস্থা আছে যাতে মথ পড়লে মারা যাবে। আবার মাজরা পোকার ক্ষতি রুখতে এর কার্য্যকারীতা বাড়াতে ঐ পোকার ফেরোমোন ফাঁদ স্কিরপোলিউর পাত্রের উপর দুটি প্রকোষ্ঠে দেওয়া থাকছে। ফলে পরিণত পুরুষ মথ এই গন্ধে আকৃষ্ট হয়ে সকালে ও রাতে মাজরা পোকা ফাঁদে পড়ে মারা পড়ছে।
এভাবেই কার্যকরী হয়ে উঠেছে এরিয়া ইনডারট্রির ‘জেমিনি স্কিরপোফ্যাগা ইনসারটুলাস’ সোলার লাইট ট্র্যাপ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এর চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে কারন চাষীরা জানাচ্ছেন আর মাজরা পোকার জন্য স্প্রে করবার দরকার পড়ছে না। একটি ফাঁদই যথেষ্ট ধানের প্রধান কীটশত্রুটির নিয়ন্ত্রণে। পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারে কমুক বিষের ব্যবহার বাঁচুক পৃথিবী।
রুনা নাথ ([email protected])
Share your comments