চন্দ্রযান৩-এর সফল উত্ক্ষেপণ,ফ্রান্স থেকে শুভেচ্ছা বার্তা প্রাধনমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সময় মত শুক্রবার ঠিক দুপুর ২টো ৩৫ মিনিটে চাঁদের উদ্দেশে পাড়ি দিল চন্দ্রযান-৩। শুক্রবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সে

KJ Staff
KJ Staff

কৃষিজাগরন ডেস্কঃ পূর্ব নির্ধারিত সময় মত শুক্রবার ঠিক দুপুর ২টো ৩৫ মিনিটে চাঁদের উদ্দেশে পাড়ি দিল চন্দ্রযান-৩। শুক্রবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ভারতের সবচেয়ে শক্তিশালী রকেট লঞ্চ ভেহিকেল মার্ক -৩ (LVM3) রকেটে চেপে চাঁদের দেশে পাড়ি দিল চন্দ্রযান-৩। আজকের মধ্যেই পৃথিবীর কক্ষপথে পৌঁছনোর কথা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ অগস্ট চাঁদের মাটিতে পা পড়বে চন্দ্রযান ৩-র।এই মুহূর্তের জন্য আগে থেকেই প্রহর গুনছিলেন দেশবাসী। 

আরও পড়ুনঃ জল্পনার অবসান! অনন্ত মহারাজকেই রাজ্যসভার প্রার্থী করল বিজেপি

এর আগে ২০১৯ সালের ২২ জানুয়ারি চন্দ্রযান-২ উৎক্ষেপণ হয় করা হয়েছিল।তবে সেটি সফলভাবে চন্দ্রকক্ষে প্রবেশ করলেও অবতরণের ঠিক আগের মুহূর্তে ল্যান্ডারটি চাঁদের মাটিতে ভেঙে পড়ে। সেই ভুলের পুনরাবৃত্তি যেন না হয়, তাই ৬১৫ কোটি টাকা খরচ করে ফের নতুন করে গড়ে তোলা হয়েছে চন্দ্রযান ৩।তবে এই বার সঠিক ভাবে চাঁদের মাটিতে পা রাখতে পারে কি না সেদিকে তাঁকিয়ে আছে গোটা দেশ।তবে ইসরোর দাবি, আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তাই সফলভাবেই সে চাঁদের দক্ষিণ প্রান্তে ‘সফট ল্যান্ডিং’ করতে পারবে।

এবারও ISRO ল্যান্ডারের নাম দিয়েছে 'বিক্রম' এবং রোভারের নাম 'প্রজ্ঞান'। চন্দ্রযান-২-তেও ল্যান্ডার এবং রোভারের একই নাম ছিল।

আরও পড়ুনঃ কোথায়,কখন, কিভাবে দেখবেন চন্দ্রযান-এর উৎক্ষেপন? জেনে নিন

বর্তমানে ফ্রান্সে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ফরাসি প্রেসিডেন্টের আমন্ত্রণে বাস্তিল দিবসের প্যারেডে অতিথি হিসাবে যোগ দিয়েছেন তিনি। তবে চন্দ্রযানের উপর রয়েছে কড়া নজর। চন্দ্রযান-৩-এর উত্ক্ষেপণের প্রাক্কালে ট্যুইট করে সকলের উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, ১৪ জুলাই ২০২৩ দিনটি ভারতের মহাকাশ অন্বেষণের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজ আমাদের তৃতীয় চন্দ্র অভিযান, চন্দ্রযান-৩ যাত্রা শুরু করবে।

Published On: 14 July 2023, 03:46 PM English Summary: Successful launch of Chandrayaan, congratulatory message from Prime Minister from France

Like this article?

Hey! I am KJ Staff . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters