কৃষিজাগরন ডেস্কঃ কোচবিহার শহরে রাজ আমলে স্থাপিত হয়েছিল একটি কবিরাজ খানা। যেখানে এখনও রোগী দেখে ভেষজ ওষুধ দেওয়া হয়। বর্তমানে এটিই একমাত্র সরকারী কবিরাজ খানা। আশ্চর্যের বিষয় হল বর্তমান সময়ে যেখানে রোগী দেখা জন্য চিকিৎসকরা মোটা অংকের পারিশ্রমিক নেন, সেখানে এই কবিরাজ খানায় রোগী দেখা হয় মাত্র ২ টাকায় সঙ্গে ওষুধ প্রদান করা হয়।
কবিরাজ তুহিন সরকার জানিয়েছেন, রাজ আমলে তৈরি এই কবিরাজ খানায় তিনি মাত্র ২ টাকার বিনিময়ে রোগী দেখেন। এর ফলে এখান কার অনেক গরিব দুঃস্থ মানুষদের অনেকটাই উপকার হয়। তিনি আরও জানান ভেষজ ওষুধ খেয়ে অনেক মানুষ সুস্থ্য হয়ে উঠেছেন। তাই গরিব পরিবারের কারোর কিছু হলেই ছুটে আসে কবিরাজ খানায়। আজকের দিনে এটা তাঁর কাছে একটা বড় পাওয়া। কোচবিহার বাসির দাবী, রাজ আমলের এই কবিরাজ খানা একাধিক সমস্যার সম্মুখীন। চারিদিক আগাছায় ভরে গিয়েছে। কবিরাজ খানার ঘর গুলিরও বেহাল দশা। দীর্ঘদিনের এই কবিরাজ খানাটি সংস্কার করে নতুন রুপ দেওয়া উচিত।
আরও পড়ুনঃ রোজ খান এই সব্জি! লাগাম টানবে ডায়াবিটিসে
বর্তমানে রাজ আমলে স্থাপিত কবিরাজ খানার পরিচালনার দায়িত্বে রয়েছে দেবোত্তর ট্রাস্ট বোর্ড। দেবোত্তর ট্রাস্টবোর্ডের সেক্রেটারি বিশ্বদীপ মুখার্জি বলেন, রাজ আমলে অবস্থিত এই কবিরাজ খানায় খুব স্বল্প মুল্যে রোগী দেখা হয় এবং ওষুধ দেওয়া হয়। আর এখানে একটি মাত্র ডাক্তার রয়েছে। তিনি বলেন কবিরাজ খানা চত্বর যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন রুপ দেওয়ার চেষ্টা করছি। এছাড়াও তিনি জানান আগামীদিনে রোগী দেখার মুল্য সামান্য বাড়ানো হতে পারে। তবে তা ১০ টাকার বেশি হবে না। এই বিষয়ে তিনি জেলা শাসকের সঙ্গে আলোচনা করবে বলেও জানান।
আরও পড়ুনঃ বড়দিনের আগেই বৃদ্ধি পেল ডিমের দাম, এখন জোড়া কত?
Share your comments